Thursday, December 4, 2025

ট্রাম্প দর্শন

আজকাল ট্রাম্পের মত ভাবার চেষ্টা করছি। সেই ঘ্যামটা আয়ত্ত করতে পারা সহজ নয়। তবে চেষ্টা ছাড়লে চলবে না।

এই যেমন কেউ ভুল ধরিয়ে দিলে সোজাসুজি বলে দেওয়ার চেষ্টা করছি যে "তুই ভুল, তোর বাবা ভুল , তোর জ্যামিতির বাক্স ভুল, তোর ভাতের পাতে ভুল"। টুকরো টুকরো অবান্তর আক্রমণগুলো কেউ কাউন্ট রজারের গুপ্তধনের সঙ্কেত গোছের কিছু ভেবে সাজিয়ে গুছিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে গেলে আরো উঁচু গলায় বলতে হবে "শুনছি লখনৌয়ের ভুলভুলাইয়া তোর কাছে টিউশনি পড়তো এক কালে"?

নিপাট এলেবেলে কেউ নিশ্চিন্তে ভাতঘুম দিচ্ছে দেখলেই তার নামে নিন্দে করছি। তার গ্যাঁটের বা গলার জোর যদি আমার চেয়ে কম হয় তা'হলে তার গায়ে পড়ে "এই তোর গায়ে এত ময়লা" বলে হল্লা করছি। ব্যাপারটায় দেখছি মারাত্মক তৃপ্তি।

সবচেয়ে বড় কথা মোটাকে ভোঁতকা, খোড়াকে ল্যাংচা বা গোবেচারাকে 'আস্ত পাঁঠা' গোছের যে কথাগুলো আগে দাঁত চেপে কিড়মিড় করে চাপা গলায় বলতাম, সে'গুলো এখন বুক বাজিয়ে আঙুল নাচিয়ে বলছি। যত বলছি তত দেখছি কনফিডেন্সের পারদ হুহু বেগে উপরের দিকে ছুটছে। শুধু তাই নয়, আর পাঁচটা ইয়ারদোস্তও জুটে যাচ্ছে যারা পিঠ চাপড়ে বলছে "এইত্তো চাই, হাউ ব্রেভ"।

কেউ একটা সে'দিন বাড়ি এসে মিনিট দশেক বিস্তর গপ্প ফাঁদলে। মতলব হলো গরীব ছেলেমেয়েদের শিক্ষাফিক্ষার জন্য চাঁদা চাইতে। গাছহারামি মাল। দু'টো নকুলদানা খাইয়ে বললাম "মহাপ্রসাদ, বিশটাকা প্রণামি ছাড়ুন দেখি। ফ্রিতে প্রসাদ সাঁটাতে নেই"। কুড়িটি টাকা দিয়ে পত্রপাঠ বিদেয় হলে, শিগগিরই আর আমার ড্রয়িংরুমে তাকে দেখতে হবে বলে মনে হয়না।

মোট কথা ট্রাম্প-দর্শন আত্মবিশ্বাসে বেশ জমকালো পালিশ এনে দিয়েছে। ভাবছি এ'বার লিঙ্কডইনে মন দেবো। এইসব হাইক্লাস লীডারশিপ মার্কা আত্মোপলব্ধি সে'খানকার মার্কেট খাবে ভালো।

No comments: