-কতটা নৃশংস হলে মানুষ কুকুর খেতে পারে গো? -যতটা নৃশংস হলে ইলিশ বা পাঁঠা কেটে খাওয়া যায়, ততটা হলেই চলবে। -পাঁঠা কাটা আর কুকুর কাটা এক জিনিষ গো? -একই তো। প্রোভাইডেড কাটার অবজেক্টিভ যদি একই হয়; তাদের মাংস খাওয়া। -কুকুরের মাংস তোমার পাতে দিলে খেতে পারবে বুঝি? -বায়াস্ড প্রশ্ন করছ নীলা। যার কাছে কুকুরের মাংস সুস্বাদু, সেও হয়তো পাঁঠার মাংসে ঘেন্না পেতে পারে। অথচ পাঁঠা ভক্ত আর কুকুরের মাংস বিলাসী দু'জনেই মোজার্ট রসিক হতে পারে। দু'জনেই সমান ভাবে সভ্য এবং সমান ভাবে অসভ্য। -ছিঃ, তুমি আমার বর হয়ে যে কী করে এমন ব্রুটের মত কথা বলতে পারো মাঝে মাঝে। এটা জেনেও যে আমি কুকুর অন্ত প্রাণ। এরপর কবে বলবে আমায় কেটে ফেললেও সেটা মাগুর মাছ কাটার চেয়ে বড় কোন অপরাধ হবে না। -প্রোভাইডেড যদি তোমাকেও ঝোলে ফেলে খাওয়ার তাল করি। -খেতে পারবে নাকি? -প্র্যাকটিসে কী না হয়। -তুমি মানুষ খাওয়ার প্র্যাকটিস করছ? -তাহলে বলেই দিই। তোমার এত প্রশ্ন আর সহ্য হচ্ছে না। -কী বলে দেবে? -আমি প্র্যাকটিস শুরু করেছি। তোমার মা যখন মারা গেলেন, তার কয়েক মাস পরে যখন তোমার বাবা মারা
তন্ময় মুখার্জীর ব্লগ