- বস! - কী মুশকিল সাঁতরাবাবু। - মুশকিল? সে কী! আমি তো কিছুই বলিনি এখনও। - আপনার এই গলার টোন আমি চিনি। - টোন? - গদগদে। ধান্দাবাজ। কী চাই? - ছুটি। - সে কী! কোয়ার্টারের অবস্থা দেখেছেন? সমস্ত হিসেব ল্যাজেগোবরে। আগামী তিন মাস ছুটির আশা ভুলে যান। - জরুরী। এমার্জেন্সি। - কবে চাই? - পয়লা। - ফার্স্ট জানুয়ারি ছুটি চাইছেন? আপনি সোমবার অফিস ডুব দিতে চাইছেন? - ক্রিটিকাল বস। ভেরি ক্রিটিকাল। - অক্টোবর থেকে পইপই করে বলে আসছি কোয়ার্টারলি টার্গেটে মন দিন, ক্রিটিকাল। অথচ ডিসেম্বরে এসে সেই মুখ থুবড়ে পড়লেন। আপনার লজ্জা করছে না পয়লা জানুয়ারি ছুটি চাইতে? - আমার বৌ বলেছিল "লজ্জা করে না বসের ফেউ হয়ে ঘুরতে"? - আপনি জরু কা গুলাম! - জরুরী কা গুলাম স্যার।ছুটিটা মাস্ট। - বললাম তো হবে না। - নিউটন আপেলকে যদি বলতেন "হবে না", তাহলে গ্র্যাভিটির কিছু এসে যেত? - গ্র্যাভিটি আপনার বৌ? - হেহ্। আর আমি আপেল। বৌ আমায় আপনার নিউটনি মাথায় টেনে হিঁচড়ে নামাবেই। পাত্তা না দিয়ে যাবেন কোথায়? - কেসটা কী? - নিউ ইউয়ার্স ইভে পার্টি। মদ! মোহ! উদ্দাম নৃত্য। হনি সিং। রাতভর। পরের দিন সকালে বমি বমি ভা
তন্ময় মুখার্জীর ব্লগ