এই এক রোগ। পান। এই করে করে ট্যুইটার অ্যাকাউন্টটাই উজাড় হয়ে গেল। ফেসবুকটাকেই বা ছাড় দেওয়া কেন। মাঝেমধ্যে টুইটার থেকে কয়েক পিস্ করে তুলে এনে এখানে রেখে যাওয়া দরকার। ** সে'বার পিকনিকে গিয়ে কিশোরকুমার বড়ই বিপদে পড়েছিলেন৷ খেতে বসে দেখলেন মাংসের ঝোলে বিশ্রী গন্ধ, অতিরিক্ত মশলাপাতি দেওয়ায় গোলমাল হয়েছে আর কী। তখনই তিনি গেয়ে উঠেছিলেনঃ শুঁকেও কেঁদে ওঠে মন, শুঁকেও কেঁদে ওঠে মন, এমনও খাসি আছে বেদনা মনে হয়; জলে ভরে দু'নয়ন, শুঁকেও কেঁদে ওঠে মন। ** তাঁবুতে হুট করে ঢুকেই আলভারেজ হতবাক! শঙ্কর মদ্যপান করছে যে। আলভারেজ শুধোলে, "কোন ব্র ্যান্ড ভাই"? স্মিত হেসে শঙ্কর জানালে, " দেবদারু"। ** পাটনা শহরে কোনও জুটমিল নেই৷ স্বাভাবিক৷ ** সাপটা তেমন বিষাক্ত ছিল না৷ Patisapta. ** ইনসমনিয়ার ওষুধঃ টর্চ জ্বেলে ভেড়া গুনতে গুনতে ঘুমিয়ে পড়ুন৷ অর্থাৎ, Aloe vera কাজে দেবে।
তন্ময় মুখার্জীর ব্লগ