Monday, January 30, 2012

থাপ্পড়ের খপ্পরে


থাপ্পড় ব্যাপারটা ছেলেবেলায় নেহাত মামুলি ছিল। ভাত খেতে না চাওয়া; মায়ের থাপ্পড়, জানলার ভাঙ্গা কাঁচ; পাড়াতুতো জ্যেঠুর থাপ্পড়; অঙ্কে উনিশ; হেডস্যারের থাপ্পড়, ইস্কাপণ-তীর আঁকা বেহাত প্রেম-পত্তর; Could-Have-Been প্রেমিকার পিতার থাপ্পড়। একটা বয়েসে ক্রমশ মনে হতে থাকে, বড় হওয়ার ইনসেনটিভ একটাই; চড়-থাপ্পড়হীন জীবনযাপন
কিন্তু বড় হয়ে দেখলাম উল্টো বুঝলি রাম। থাপ্পড়ের শরীরিকতা গায়েব হয়ে গ্যালো ব্যটে, অশরীরী থাপ্পড়ের ঝড় নেমে এলো জীবনেমার্কেট শেয়ার কচু-কাটা; বস-কতৃক Performance Evaluation ঘটিত থাপ্পড়বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গুল; বউয়ের দৃষ্টি থাপ্পড়হাতে প্রাগৈতিহাসিক মডেলের মোবাইল; সমাজের স্টেটাস মুখী-থাপ্পড়। প্রতি দুই খানি ফুচকায় এক খানি জেলুসিল থাপ্পড়, প্রতিটি তেলেভাজার সাথে বুক জুড়ে কোলেস্টেরল-থাপ্পড়।

Sunday, January 29, 2012

আকাশ ভরা সূর্য-তারা



রবীন্দ্রনাথেও Value-Add সম্ভব?
সম্ভব। দেবব্রত বিশ্বাসে।
আর দেবব্রত বিশ্বাসে value-add?
সম্ভব।
মুহূর্তে, অভিব্যক্তিতে, সুন্দরে, পাগলামিতে।
এক খাম খেয়ালী থিয়েটার কর্মীর পাহাড়ে আসা, এবং এই গানে পাহাড়ময় নিজেকে ছড়িয়ে দেওয়া।
ঋত্বিক-অনিল-দেবব্রত ছাড়া রবীন্দ্রনাথকে এতো ভীষণভাবে প্রকৃতিতে মিশে যেতে পারতেন? প্রশ্নটা ধৃষ্টতা হয়ে কানে ঠেকছে কী? স্বপক্ষের যুক্তি তে শুধু এই Expression গুলো বিকট ভাবে আলাদা করে সাজিয়ে দেওয়ার একটা হাস্যকর চেষ্টা করা যেতে পারে:
"জাগে আমার গান" - এমন ভাবে ছাড়া জেগে ওঠা যায়?


Wednesday, January 25, 2012

কলকাতা বইমেলা : যা করবেন এবং যা করবেন না



কলকাতা বইমেলা। বাঙালি দুর্গাপুজো করে ফুর্তির জন্যে, বই মেলা ঘোরে আধ্যাত্মিক মালিশের জন্যে। অনিচ্ছুক ভিডিও-গেমবাজ বাচ্চাদের ঘাড় ধরে পিতারা বই চড়ান, প্রেমিক-প্রেমিকারা ছাতা-হীন প্রেম সারেন, মেয়েরা বই দ্যাখে-ছেলেরা মেয়ে, উদ্যোগী মানুষে বই চুরি করেন, কবিরা তীর্থ করেন, গিটার-শখিয়েরা থেবড়ে বসে গান করেন, হুল্লাট ব্যাপার এক্কেবারে।

এ ব্লগের পক্ষ থেকে বই মেলায় কী করণীয়, কী নয়, তার ওপর একটা মৃদু রিসার্চ করে ফেলা হয়েছে। জনদরদী উদ্দেশ্যে তা সাজিয়ে দেওয়া হলো:

বইমেলায় কি করবেন?
- বই মেলার ম্যাপ জোগাড়কাঁধে ওয়াটার-বটল ঝুলিয়ে, চোখে গগল্স চাপিয়ে, পিঠে রুক-স্যাক চাপিয়ে লিভিঙ্গস্টোনের মত বলবেন, “ এই আমি আছি ১৩২ নম্বর স্টলের সামনে, নাক বরাবর হেঁটে গিয়ে, ১৯২ নম্বর থেকে বাঁ দিকে টার্ণ, অত:পর কয়েক পা এগিয়ে মিলবে ফোয়ারা এবং ফ্রম দেয়ার ঈশান কোনের দিকে মুভমেন্ট করতে করতে ৬ খানা স্টল ছাড়ালেই পাওয়া যাবে ডেষ্টিনেশন, স্টল ৩১৭”, তবেই না তৃপ্তিযদি কেউ ফোড়ন কাটে “আরে ওই তো দ্যাখা যাচ্ছে স্টল ৩১৭”, দমে যাবেন না, বইমেলায় এসে ম্যাপ ছাড়া ঘোরা নেহাত গবেটামি

Tuesday, January 24, 2012

ফ্রিডম অফ স্পিচ ঘটিত



[ আচমকা রাস্তায়; এক জনৈকের একটি জনৈক মতামত ]

হে হে স্যার, ফ্রিডম অফ স্পিচ? জয়পুর লিট-ফেস্টে রুসদি-সাহেবের ঝাড় খাওয়ার প্রয়োজন হলো আপনাদের ভারতীয় ফ্রিডম অফ স্পিচের কাছা খুলতে? শুনে রাখুন, ফ্রিডম অফ স্পিচ কোনওদিনই ছিল নাওসব কনস্টিটিউশনাল-বুলি সব প্যাডেড ব্রা। আপনি কি মনে করেন? ধর্মীয় মৌলবাদয়েই বাক-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়? নন-সেন্স। ধর্ম কখন ধরমেন্দ্র হয়ে ডেমক্রেসির মুণ্ডু খায় জানেন? যখন রাজনৈতিক মৌলবাদের মেরুদণ্ড শক্ত হতে থাকেরাজনৈতিক মৌলবাদ কোথা থেকে ক্যালরি অর্জন করে?করে তোষনবাদ থেকে; ধর্ম-তোষন, ব্যক্তি-তোষন, দল-তোষন এট সেটেরা, এট সেটেরা! সব কটা রাজনৈতিক দলের নিজেস্ব খুনে মৌলবাদ আছেসমস্ত দলের
নিজের বাক-স্বাধীনতার দৌড় চেখে দেখতে চান? দু একটা পাতি সহজ অভিযোগ চালাতে গিয়ে দেখুন, সত্য-বিচার পরে হবে, জাষ্ট অভিযোগ প্লেস করতে গিয়ে দেখুন কি রাম-ক্যালানি খেতে হয় আপনাকে

Saturday, January 21, 2012

মাসলোর উইকেণ্ড ফর্মুলা

উইকএন্ড কাকাটাইম টু আনওয়াইণ্ডহপ্তা ধরে ইস্তিরি হওয়ার পরে এই মওকা, শরীর-মনে একটু চেকনাই আনবারশনিবার দুপুর থেকেই একনিষ্ঠ ফোকাস, ফুর্তির মিটারে কোনও ফ্লাকচুয়েশন চলবে নাআগামী গোটা সপ্তাহের অক্সিজেন জোগাড় করে রাখতে হবেরবিবার রাত এসে সোমবারি-নার্ভাসনেস কলজে গ্রাস করবার আগে, Self-Actualize করতে হবে
সপ্তহান্তিক ফুর্তি কে তুরীয় করে তুলতে দরকার প্ল্যানিংপ্ল্যানিংয়ে দরকার যুক্তিপূর্ণ কাঠামো। কী ভাবে ধাপে ধাপে সাপ্তাহিক স্বর্গলাভ ঘটানো যাবে তার জন্যে দরকার Maslow-ভিত্ত্বিক পর্যালোচনা এবং Check-লিস্ট। জাতির স্বার্থে, দেশের স্বার্থে Maslow’s Hierarchy ভিত্ত্বিক Weekend Planning টা আমাকেই সারতে হলো

Friday, January 20, 2012

ট্রেন বিহার

আমার বিহারি সহকর্মীটি বেশ রসিক মানুষচাকরির খাতিরে বিহারের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াতে হয়একবার এরকমই এক ট্যুরয়ে পৌছেছিলাম বনমঙ্খি নামের এক ছোট্ট স্টেশনেমিটার গেজের লাইন চলে গ্যাছে আর লোকাল রুটে ট্রেন চলে থাকে সেখান দিয়ে। আমার সহকর্মীটি বললেন চলুন আপনাকে দেহাতী মাল্টি-জিম দ্যাখাচ্ছি”!
“মাল্টি জিম?” অবাক হয়ে চাইলাম ভদ্রলোকের প্রতি ।
আমাকে প্ল্যাটফর্মের ওপর নিয়ে এসে, অপেক্ষারত একটা লোকাল ট্রেন দেখিয়ে ভদ্রলোক বললেন, “ এই হলো আমাদের গ্রাম-দেহাতের মাল্টি-জিমদৈনিক এক ঘন্টার এই ট্রেন সফরে যা ক্যালরি ঝড়ে, তা কোনও শহুরে জিমের বাপের দ্বারাও হবে না”

Thursday, January 19, 2012

গোলাপদাদুর চমক



সন্ধ্যেবেলা সবে বাড়ি ঢুকেছি এমন সময় পাড়ার গোলাপ-দাদুর ফোনগোলাপ-দাদু পাড়ার বারোয়ারী দাদু, গোলাপ-চাষে এক্সপার্ট বলে এহেন নামআমাদের বয়েসি ছেলে-মেয়েদের ভারী খাতির করেনভদ্রলোকের ভূ-ভারতে কেউ নেই, এক জোড়া চাকর ছাড়াছেলে-পুলে কেউ নেই, দিদিমা বহু আগেই সরে পড়েছেনমাঝে-সঝে আমাদের মিষ্টি-সিঙ্গারা-আম-জামরুল খাইয়ে থাকেনসে হিসেবে আমারও একটু দহরম আছে গোলাপ-দাদুর সাথে
ফোন ধরতেই গোলাপদাদু বললে “ পচারাম, কাম টু মাই প্লেস, সুন”
বিশেষ কোনও কাজ-কর্ম ছিল না হাতে, মিষ্টি-সিঙ্গারার লোভে চলে গেলাম। গোলাপদাদুর বাড়ি যেতেই চমকদেখি গোটা ঘর অন্ধকারগোলাপদাদু বলে হাঁক দিতেই চিলেকোঠার ঘর থেকে আওয়াজ এলো “ওপরে, এই দিকে পচা, চলে এসো

মর্নিং ওয়াক

মর্নিং ওয়াক ইস নেসেসারীইয়েস স্যার, ফিটনেস ছাড়া বাঙালি এগোতে পারবে নারিয়েল পরিবর্তন চাইলে রাইটার্সএর আগে নিজের ভূড়িটাকে কন্ট্রোল করতে শিখতে হবেআর শরীরটাকে চাবুক-চনমনে করতে হলে সবার আগে কী চাই?
না, ইসবগুল নয়, গুলবাজ বাঙালির দিন শেষসবার আগে দরকার মর্নিং ওয়াকনেকু হাঁটা নয়, দ্রুত গতির মিলিটারি হাঁটাভোর ছটা থেকে সোয়া-সাতটা, নন-স্টপইকনমিক এবং এফেকটিভ জিম
২০১২ থেকে আমি পাল্টে যাব, আমার ঘুম ভাঙ্গা পাল্টে যাবে, ভূড়ি-বাদ নীতিতে নিজেকে আমূল বদলে স্মার্ট বাঙালি করে ফেলবোপ্ল্যান-মাফিক কাজ শুরুমর্নিং ওয়াক হলো গিয়ে সায়েবি ব্যাপার, হাভাতের মত পায়জমা গলিয়ে তো আর মেদ-বিরোধী হণ্টনে নাম যায় না