থাপ্পড় ব্যাপারটা ছেলেবেলায় নেহাত মামুলি ছিল । ভাত খেতে না চাওয়া ; মা ’ য়ের থাপ্পড় , জানলার ভাঙ্গা কাঁচ ; পাড়াতুতো জ্যেঠুর থাপ্পড় ; অঙ্কে উনিশ ; হেডস্যারের থাপ্পড় , ইস্কাপণ-তীর আঁকা বেহাত প্রেম-পত্তর ; Could - Have-Been প্রেমিকার পিতার থাপ্পড়। একটা বয়েসে ক্রমশ মনে হতে থাকে , বড় হওয়ার ইনসেনটিভ একটাই ; চড়-থাপ্পড়হীন জীবনযাপন । কিন্তু বড় হয়ে দেখলাম উল্টো বুঝলি রাম। থাপ্পড়ের শরীরিকতা গায়েব হয়ে গ্যালো ব্যটে , অশরীরী থাপ্পড়ের ঝড় নেমে এলো জীবনে । মার্কেট শেয়ার কচু-কাটা ; বস - কতৃক Performance Evaluation ঘটিত থাপ্পড় । বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গুল ; বউ ’ য়ের দৃষ্টি থাপ্পড় । হাতে প্রাগৈতিহাসিক মডেলের মোবাইল ; সমাজের স্টেটাস মুখী-থাপ্পড় । প্রতি দুই খানি ফুচকায় এক খানি জেলুসিল থাপ্পড় , প্রতিটি তেলেভাজার সাথে বুক জুড়ে কোলেস্টেরল-থাপ্পড়।
তন্ময় মুখার্জীর ব্লগ