[এমন এক BOSS কে চিনি , যাকে তার দ্বারা Boss’ ইতো জনগণ অসুর কুমার বলে ভক্তি-শ্রদ্ধা করে থাকেন । সেই অসুর-কুমার ’ এর বস-মুখি চিন্তা-ভাবনার এক খাবলা চুরি করে নীচে টুকে দিলাম । Boss- দু:খে যারা মরমে মরে আছেন , তাদের হাড়ে-হাড়ে এই ভাবনা-গুলোর পাল্স অনুভূত হবে , এ আমার বিশ্বাস ] “এই যে পাহাড়ের মত চেয়ারটায় ওপর চড়ে বসে আছি , সেখান থেকে নিচের দিকে থাকলেই মাথাটা কেমন বন-বন করে ঘুরতে থাকে ; কত্তসব ছুটকোছটকা অপদার্থের দল পোকা-মাকড়ের মত ঘোরাঘুরি করছে। আমি যে এতো খাটা-খাটনি করে এদ্দুর উঠে এলাম , সেই হার্ড-ওয়ার্কিং স্পিরিটের ভগ্নাংশও যদি এই গাধাগুলোর মজ্জায় থাকত তাহলে এর উর্বর মানুষ হয়ে উঠতো । কাজ-কর্মের বালাই নেই , গোটাদিন শুধু ‘ চাই-চাই-চাই ’; ছুটি চাই , বোনাস চাই , লোন চাই , টি-এ/ডি-এ চাই! আরে ? আমার অধস্তন বলে কি আমার স্তন পিষে নেবে নাকি
তন্ময় মুখার্জীর ব্লগ