To Read This Post In English Font, Click Here লিওপোল্ড ’ এর লালচে আলো মাখা সন্ধ্যের আঁচ , আধ ঘন্টার মধ্যে যেকোনো মগজে ঝিম নামিয়ে দিতে পারে , মাতাল সহকর্মীগুলোর সঙ্গে মুম্বাই ’ এর এই পান-তীর্থে এসে বুঝলাম যে কলকাতার দিবাকর সান্যালের জাজমেন্টটা নেহাত ফালতু নয়। টেবিলে সহকর্মীদের এক ঘেয়ে এলকহোলিক আড্ডাবাজি থেকে উঠে এসে , বার ঘেঁষে একটা আরাম-টুলে বসলুম । গেলাসে মন দেব , এমন সময় কাটোয়া লোকাল ছাপ চাহিদা ভেসে এলো ; “দাদা দেশলাই আছে ?” ।
তন্ময় মুখার্জীর ব্লগ