Skip to main content

Posts

Showing posts from November, 2010

দ্য গ্রেট কালচারাল দাদাগিরি

To Read This Post In English Font, Click Here লিওপোল্ড ’ এর লালচে আলো মাখা সন্ধ্যের আঁচ , আধ ঘন্টার মধ্যে যেকোনো মগজে ঝিম নামিয়ে দিতে পারে , মাতাল সহকর্মীগুলোর সঙ্গে মুম্বাই ’ এর এই পান-তীর্থে এসে বুঝলাম যে কলকাতার দিবাকর সান্যালের জাজমেন্টটা নেহাত ফালতু নয়। টেবিলে সহকর্মীদের এক ঘেয়ে এলকহোলিক আড্ডাবাজি থেকে উঠে এসে , বার ঘেঁষে একটা আরাম-টুলে বসলুম । গেলাসে মন দেব , এমন সময় কাটোয়া লোকাল ছাপ চাহিদা ভেসে এলো ; “দাদা দেশলাই আছে ?” ।

রোগ-সুন্দর

(To read this post in English font, click here) ভাইরাল , জ্বর-গলা ব্যথা-চোখ লাল-জ্বিভ বিস্বাদ ! তবে এসব যন্ত্রণা সহ্য করেও যখন দেখি সোমবার দুপুরে ; অফিসের থবড়ানি ভোগ না করে , মেডিকাল লিভের দৌলতে ঘরে বসে মন দিয়ে ভি সি ডি ’ তে আইস এজ দেখছি , তখন দিল সুপার খুশ হয়ে যায় । সাবাস ভাইরাল , উইকেন্ডটাকে পাস কাটিয়ে ঠিক রবিবার রাত থেকে গায়ে টেম্পরেচার। কি টাইমিং মাইরি। নাহ , শুধু সেলস টার্গেটি নয় , জীবনে ভগবানও আছেন। বিকেলে বউ সলিড ঝাল ফুচকা নিয়ে আসবে , তাতে নাকি জ্বিভের টেস্ট-বাড ’ রা জেগে উঠবে। এই বডি টেম্পরেচার আর দু দিন টানতে পারলেই হল , বিষ্যুদ-শুক্কুর অফিসে টুকি মেরেই ফের উইকেণ্ড , ক্লাস সিচুয়েশন! অতএব কনক্লুশান ?, রোগ-ভোগ মানে যে হামেশাই টেনশন-দুশ্চিন্তা-কষ্ট তা নয়। প্রাসঙ্গিক দুটি কেস: