- কথায় কথায় বুড়ো আঙুল দেখানো বন্ধ কর মার্ক, আমার গা জ্বলে যায়। - গা জ্বলার কী আছে রে মেয়ে? এটা তো থাম্বস আপ, বাহবা দেওয়া। - থাম। আমি তো আর তোদের মত নই, পাতি বাঙালি। আমার শুধু মনে হয় কাঁচকলা দেখাচ্ছিস। - কাঁ...কাঁচকলা? - মানে তোদের থাম্বস আপ হল আমাদের থাম্বস ডাউন। কাজেই কথায় কথায় বুড়ো আঙুল দেখানো বন্ধ কর। আমায় ইরিটেট করে বড্ড। - ইরিটেট করে? রিয়েলি? - করেই তো। - দাঁড়া, এমন একটা জিনিষ বানাচ্ছি না যে শুধু তুই কেন, তোর চোদ্দ গুষ্টি, তোর দেশোয়ালি সক্কলে; এমনকি তোর দেশের প্রধানমন্ত্রীও বুড়ো আঙুল নাচিয়ে থাম্বস আপ বলবে। - ভাক। কাঁচকলা বানাবি তুই। - দেখিস। অ্যান্ড ইউ উইল লাইক ইট। প্রমিস।
তন্ময় মুখার্জীর ব্লগ