পৃথিবীটা ক্রমশ খেপচুরিয়াস হয়ে যাচ্ছে! চা-ওয়ালা কে বললাম খুচরো নেই , খেই-মেই করে বললে , " ঢক ঢক করে চা গেলার সময় তো মনে ছিল না ?" বাস কন্ডাক্টার কে বললাম চেতলা এলে একটু ডেকে দিতে , বলা যায় না চোখ বুজে এলে.. বললে , " এটা কি বেডরুম না ক্যাওরাতলা যে চোখ বুজবেন ?" বস কে বললাম ছুটি চাই , মা অসুস্থ! বস বললে " চোপরাও ব্যাটা ফাঁকিবাজ , ব্লাফ-বাজ , Nincompoop" সহকর্মী কে বললাম , ' গুড মর্নিং ', সে বললে ," ধুর শালা" পিওন বিশু ' কে বললাম চট করে একটা সিগারেট এনে দিতে , বললে , ' বাপের চাকর নাকি মশায় ' অফিস ফেরত ট্রেনে সিটে বসা এক যাত্রী কে বললাম একটু সরে বসতে , বললে , " এই মাগ্গি-গন্ডার বাজারে যা চেহারা বাগিয়েছেন , তাতে কি আর আমি একটু চাপলে নিজেকে আঁটতে পারবেন এই সিটে ? দাঁড়িয়ে থাকুন মশায় , সবসময় compromise expect করেই এ দেশ গোল্লায় গ্যালো"! প্রেমিকা ' কে বললাম একটা কবিতা লিখে পাঠাচ্ছি , রেজিস্টার্ড পোস্টে , বললে ," ন্যাকা ভূত"! বাড়ি ' তে ফিরে বাবা ' র ফ্রেমে বাঁধানো ছবিটার
তন্ময় মুখার্জীর ব্লগ