Skip to main content

Posts

Showing posts from September, 2009

খেপচুরিয়াস

পৃথিবীটা ক্রমশ খেপচুরিয়াস হয়ে যাচ্ছে! চা-ওয়ালা কে বললাম খুচরো নেই , খেই-মেই করে বললে , " ঢক ঢক করে চা গেলার সময় তো মনে ছিল না ?" বাস কন্ডাক্টার কে বললাম চেতলা এলে একটু ডেকে দিতে , বলা যায় না চোখ বুজে এলে.. বললে , " এটা কি বেডরুম না ক্যাওরাতলা যে চোখ বুজবেন ?" বস কে বললাম ছুটি চাই , মা অসুস্থ! বস বললে " চোপরাও ব্যাটা ফাঁকিবাজ , ব্লাফ-বাজ , Nincompoop" সহকর্মী কে বললাম , ' গুড মর্নিং ', সে বললে ," ধুর শালা" পিওন বিশু ' কে বললাম চট করে একটা সিগারেট এনে দিতে , বললে , ' বাপের চাকর নাকি মশায় ' অফিস ফেরত ট্রেনে সিটে বসা এক যাত্রী কে বললাম একটু সরে বসতে , বললে , " এই মাগ্গি-গন্ডার বাজারে যা চেহারা বাগিয়েছেন , তাতে কি আর আমি একটু চাপলে নিজেকে আঁটতে পারবেন এই সিটে ? দাঁড়িয়ে থাকুন মশায় , সবসময় compromise expect করেই এ দেশ গোল্লায় গ্যালো"! প্রেমিকা ' কে বললাম একটা কবিতা লিখে পাঠাচ্ছি , রেজিস্টার্ড পোস্টে , বললে ," ন্যাকা ভূত"! বাড়ি ' তে ফিরে বাবা ' র ফ্রেমে বাঁধানো ছবিটার

পুজো ও বিলুদা

পুজো আসছে ! এর চেয়ে আদিম , গভীর ও সপাং মার্কা কোনো Enlightenment অন্তত আমি জানি না ! আর এই পুজো 'istic হোম ওয়ার্ক সব চেয়ে গভীর ভাবে করতে দেখতাম আমাদের পাড়ার পুজো কমিটির ক্যাশিয়ার বিলুদা কে ! সেপ্টেম্বর পড়া মাত্তর বিলুদা কয়েকটা সোজাসাপ্টা কাজ সেরে ফেলতো : ১ . পুজোবার্ষিকী সমস্ত যত পত্রিকা কেনা : ( দেশ কিনতো শো কেসে সাজিয়ে রাখতে , শুকতারা / আনন্দমেলা কিনতো পড়তে এবং আনন্দলোক কিনতো , ইয়ে মানে শুধু ছবি দেখতে বোধ হয় ) ২ . দু চার খানা পুজো ' র গান ' এর ক্যাসেট কিনতো ( তখনো সি ডি ব্যাপারটা ঠিক চালু হয়নি )! গান টান শুনে প্রত্যেকবার দীর্ঘশ্বাস ফেলে বলতো , " জীবনমুখী ব্লাফ ' এ রগড়ে দিলে !" ৩ . পুরি , সিমলা , গোয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত ঘুরে আসবার প্ল্যান করে ফেলতো , এবং কোনোবারই বক - খালির বেশি এগোতে পারেনি ! ৪ . ফতুয়া কিনতো অঞ্জলি দেওয়ার জন্যে এবং শুক্লাদী ' র সাথে অষ্টমীর বিকেলে ফুচকা খেতে যাওয়ার জন্যে , গামছা কিনতো

পান্ডব গোয়েন্দা: স্মৃতি ও Brief Analysis

পান্ডব গোয়েন্দা পূজাবার্ষিকী আনন্দমেলা থেকে vanish হওয়া এক calamity. এবার ' এর পুজোর আনন্দমেলা হাতে আসতে সেই দুঃখ আবার জেগে উঠলো ! মনে পরলো পান্ডব গোয়েন্দা ' র প্রত্যেক উপন্যাস ' এর Essential Features: ১ . বাবলু ' র (Senior most পান্ডব , utility' তে অর্জুন ) মর্নিং ওয়াক ! ভোম্বল ' এর খাওয়া ( ভীম )! ম্যাদামারা বিলু ( যুধিষ্ঠীর ) এবং ইংরিজি তে যাকে বলে Filling Up Numbers মার্কা বাচ্চু ও বিচ্ছু ( নকুল ও সহদেব বোধ হয় )! ২ . যে কোনো ' পান্ডব ' দের সমবয়েসী কোনো এক মেয়ের সাথে আচমকা আলাপ ; রহস্যের শুরু ! ( মেয়েটি অবশ্যই ' বেশ ' সুন্দরী এবং স্মার্ট এবং ক্ষেত্র বিশেষ ' এ অবাঙালি ) ৩ . রহস্যে ' র পাল্লায় পরে কলকাতার বাইরে যাওয়া , preferably কোনো টুরিস্ট স্পটে ! ৪ . Bollywood মার্কা ভিলেন ! ( একদম দুর্যোধন - শকুনি type) ৫ . নেড়ি পঞ্চু ' র ( কৃষ্ণ বোধ হয় ) hero- গিরি যেমন ভল্ট খাওয়া , ডাইভ দেওয়া ইত্যাদি ! ৬ . শত্তুর কে চাবকে দিয