১। - গোবিন্দদা! বড্ড বিপদে পড়ে এলাম এত রাত্রে। - হরিহর নাকি? - হ্যাঁ। - তা কী ব্যাপার? তোমার গলা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কেন? - কারণ আমি আকাশে! উড়ছি। এই দেখুন। - উড়ছ? সে কী ! সত্যিই ভাসছ তো দেখছি। - দিব্যি ছাতে গিয়ে পায়চারি করছিলাম। আচমকা কথা নেই বার্তা নেই দুই বগলের নিচ দিয়ে দু'টো ডানা বেরিয়ে এলো। চমকে গিয়ে যেই ঝটপট করেছি অমনি ভেসে উঠলাম আকাশে। সেই থেকে উড়ছি। - তা সমস্যাটা কোথায়? - মানুষ হয়ে উড়ব গোবিন্দদা? - তা ঠিক। তবে...। - তবে কী গোবিন্দদা? - বুঝে গেছি হরিহর! কোনও চিন্তা নেই। - কী বুঝলেন? - এ'টা স্বপ্ন। স্বপ্ন ছাড়া মানুষ উড়তে পারে না। - কার স্বপ্ন? - আমার। আমি আসলে জানালার ধারে বসে বিড়ি খাচ্ছি না। ঘুমিয়ে আছি। স্রেফ স্বপ্নে এমনটা মনে হচ্ছে। - বলছেন? আমি রিয়েলি উড়ছি না? - মানুষ তো। উড়বে কী করে? ২। - পঞ্চা! আজ স্কুল ছুটি! - গরম গরম রুটি রে বিশু। - কিন্তু ইয়ে, নোটিশ ঠিক পড়লাম তো? - আলবাত! আর তা ছাড়া হেডস্যার নিজে আমায় বললেন তো। হরিহর কাকা আকাশে উড়ে বেড়াচ্ছে। মানুষ কি উড়তে পারে? তা'হলে নিশ্চয়ই এ'
তন্ময় মুখার্জীর ব্লগ