- ওই আওয়াজটা কীসের রে বাবু? - কোন আওয়াজ?কোনও আওয়াজ নেই তো। তুমি ঘুমোও এবার। রাত অনেক হয়েছে। - মন দিয়ে শোন, ওই যে। খটখট করে হচ্ছে। - বলছি তো। কিচ্ছু না। ঘুমোও এবার। জ্বালিও না। - একটু উঠে দেখ না বাবা। বারান্দায় বেড়াল ঢুকলো নাকি! পাখিগুলো রয়েছে যে। নেহাত আমি অন্ধ, নয়তো আমিই... - বেড়ালের আওয়াজ নয়। আমি কিছু কাজ করছি। ঘুমোও। এত রাত্রে ঘ্যানঘ্যান শুনতে ভালো লাগছে না। - তুই তো শুয়ে পড়েছিলি মশারি টাঙিয়ে, আবার কী এমন কাজ মনে পড়লো।
তন্ময় মুখার্জীর ব্লগ