Wednesday, December 31, 2025

বেলডাঙা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে

- এই যে। আপনিই সমরবাবু?
- হ্যাঁ। কিন্তু আপনাদের তো ঠিক...।
- আমরা বেলডাঙা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আসছি। আমি প্রেসিডেন্ট শ্যামল দত্ত। এরা ভলেন্টিয়ার। চাঁদু আর ভোম্বল।
- তা আমি বেলডাঙায় নতুন এসেছি। আপনারা হঠাৎ...। চাঁদাটাঁদা যদি কিছু লাগে..।
- না। তবে কিছু ব্যাপারে আপনাকে একটু সমঝে দিতে এসেছি।
- সমঝাবেন? আমায়?
- আপনার ব্যাপারে বেশ কিছু কালচারাল কম্পলেন এসেছে..। আপনার প্রতিবেশীরাই..ইয়ে। আপনি নাকি বেশ আনর্থোডক্স কথাবার্তা বলে থাকেন..। এই যেমন..।
- এক মিনিট। এক মিনিট। জ্ঞান দিতে এসেছেন?
- হ্যাঁ?
- জ্ঞান দিতে এসেছেন?
- এই! চালিয়াতি নয় কোনো সমরবাবু।
- ও মা। আপনি আমায় ভুল বুঝছেন। আমি তো বরাবরই জ্ঞান দেওয়ার পক্ষে। প্রাণপণে দেদার জ্ঞান দিন। তবে জ্ঞান দিতে হলে ভালো ভাবে দিন। নয়তো দামী দামী জ্ঞানগুলো জাস্ট জলে যায়। বিশ্বাস করুন..।
- এই দেখুন! এত বাজে কথা কিন্তু আমরা বরদাস্ত..।
- আপনি বলবেন ভালোভাবে জ্ঞান দেওয়ার মেথডটা কী? তাই তো? চিন্তা করবেন না। আমি বলে দিচ্ছি। ভেরি সিম্পল। সাকসেসফুলি জ্ঞান দিতে চাইলে আগে ভরপেট লুচি-আলুরদম অথবা মাংস-ভাত খাওয়ান।তারপর জ্ঞানের বাক্সের ডালাটা খুলুন।
- আমরা ওয়ার্নিং দিচ্ছি..!
- আমার কী বলা উচিৎ, কী দেখা উচিৎ, কী শোনা উচিৎ, কী পরা উচিৎ,কী পড়া উচিৎ, সে'সম্বন্ধে আপনি দু'ঘণ্টার টিউশনি নিতে চাইলে আমি বাধ্য ছাত্রের মত আপনার সামনে বসে থাকবো। তবে তার আগে, ওই। মাংস-ভাত। অথবা লুচি-আলুরদম। ভরপেট!
- ভালো হচ্ছে না কিন্তু..।
- দিব্যি ভালো ব্যাপারটা। আমি ডেমো দিই? আপনারা ভিতরে আসুন। আজ আমি বরং অর্ডার দিয়ে মাংস-ভাত আনাই। আর তারপর আপনাদের সংস্কৃতি নিয়ে খানিকটা জ্ঞান দিই। দেখবেন ভরা পেটে যে কোনো হাবিজাবি জ্ঞানও দিব্যি ডাইজেস্ট হয়ে যায়।
- সত্যি খাওয়াবেন?
- মাংস-ভাত। প্লাস রাবড়ি; সামান্য বোনাস জ্ঞানও দেব।
- মুর্গি খাওয়াবেন?
- তৌবা তৌবা। মুর্গি তো পাখি। আমি পাঁঠার কথা বলছি।
- বিউটিফুল। ইয়ে, আপনার প্রতিবেশীগুলো বড় ন্যাকা সমরবাবু। বাদ দিন তাঁদের কম্পলেন। আপনি মাংসভাত আনান। ততক্ষণ আপনাকে একটু কালটিভেট করা যাবে। আর হ্যাঁ, ওয়েলকাম টু বেলডাঙা।

No comments: