ডিম পাউরুটি যিনি বানাচ্ছেন, তাঁকে অযথা তাড়া দিয়ে ব্যস্ত করবেন না প্লীজ। বাস-ট্রেন মিস হওয়ার ভয় থাকল হয় ডিমরুটির লোভ ত্যাগ করুন নয়তো পরের ট্রেন কখন আছে সে খোঁজ নিন। যদি কাস্টোমাইজ করাতে হয়, যত্ন করে প্রথমেই বুঝিয়ে দিন। বার বার ঘ্যানঘ্যান করলে ভালো ডিমরুটি স্পেশ্যালিস্টের পারফরম্যান্স পড়ে যায়। আর তাঁর হাত কাঁচা হয়, তা'হলে শত ইন্সট্রাকশনেও কিছু হওয়ার নয়।
মোট কথা অপেক্ষা করুন, অবজার্ভ করুন। ভুললে চলবে না; আপনার ধৈর্য্যও ডিমরুটির একটি জরুরী উপকরণ।
No comments:
Post a Comment