Thursday, December 4, 2025

সংগ্রামী সাইকেল


শখের সাইকেলকে ক্যালরি ঝরানো যন্ত্র হিসেবে ব্যবহার করাটা যে কী নিরেট নিষ্প্রাণ বেরসিক একটা ব্যাপার।

মনে রাখবেন:

- মনখারাপের ক্ষেত্রে সাইকেলের প্যাডেল ঠেলার কচরমচরটা চমৎকার টনিকের কাজ দেয়।

- ঝিরঝিরে বৃষ্টিতে সাইকেলে নিয়ে বেরোনো মানে নিজের মনকে কষে মালিশ করা।

- আর সাইকেল চালানোর সময় গুনগুনিয়ে রফি ধরলে সতেরোটা কবিতা লেখার সমান পুণ্যলাভ হয়।

এর বাইরে ও ওপরে রয়েছে সংগ্রামী সাইকেল। মনখারাপ ম্যানেজে দেওয়ার শৌখিন সাইকেলের সঙ্গে তার তুলনা অদরকারি। তাদের শ্বাসপ্রশ্বাস আছে, তারা জাতে কমরেড। গানে বৃষ্টিতে তাদের মুক্তি নেই, তাদের উত্তরণ দৈনন্দিন যুদ্ধে ও ঘামে।

No comments: