Wednesday, December 31, 2025

৩১ ডিসেম্বর ও চল্লিশ+


এই যে চল্লিশ+ দাদাদিদিরা,
সব দেখছি কিন্তু..।
সব দেখছি।
কাল রাত্রের সাপের-পাঁচ-পা-দেখা প্ল্যান ভাজছেন তো?
লাভ নেই।
মন চাইছে সেলিব্রেশন? মন চাইছে পার্টি? মনকে হাবিজাবি যা ইচ্ছে চাইতে দিন।
নিজের আত্নাকে খোঁচালে বুঝবেন;
কাঁচকলার সেলিব্রেশন;
কাঁচকলার পার্টি।
জেনে রাখুন,
এক সন্ধ্যে লম্ফঝম্প করে কোনো লাভ নেই। পঁচিশে যে তালগোলের মধ্যে ছিলেন, ছাব্বিশেও সে'খানেই ঘুরপাক খেতে হবে। সম্ভবত আরো তলিয়ে যেতে হবে।
অতএব,
পারলে কাল রাত্তিরে চটজলদি ডাল-আলুভাজা-ডিমভাজা-বেগুনপোড়া দিয়ে ডিনার সেরে কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার তাল করুন।
মনে রাখবেন,
অম্বলহীন থাকার চেয়ে বড় সেলিব্রেশন আর হয় না।
আর বাড়তি দু'ঘণ্টা ঘুমই হলো এ দুনিয়ায় সবচেয়ে জবরদস্ত 'পার্টি'।

No comments: