*নতুন বইয়ের খবর পাওয়া গেল* দু'সেকেন্ডের মাথায়ঃ গুডরীডস ঘেঁটে দেখা বইটা সম্বন্ধে কে কী বলছে। আড়াই মিনিটের মাথায়ঃ গুগলে অন্যান্য রিভিউয়ের খোঁজ৷ সতেরো মিনিটের মাথায়ঃ বন্ধুকে ফোনঃ ওই বইটা পড়েছিস ভাই? কেমন বল দেখি? অমুক বইটার তুলনায় কেমন? তমুক বইটার তুলনায়? তুই নিশ্চিত ভালো? মা কালীর দিব্যি? দ্যাখ! কিনে ফেলছি কিন্তু। বাইশ মিনিটের মাথায়ঃ অন্য বন্ধুকে ফোনঃ হ্যাঁ রে ভাই, ভটকাই বলছে বইটা বেশ ভালো৷ ওর কথা বিশ্বাস করাটা ঠিক হবে কি? অন্যের বোলিংয়ে ব্যাটা একদম মন দিয়ে ফিল্ডিং করত না কিনা..তুই বলছিস বইটা ভালো? সিরিয়াসলি? তেত্রিশ মিনিটের মাথায়ঃ আমাজনে (বা অন্য কোথাও) অর্ডার। দু'দিনের মাথায়ঃ আমাজনের প্যাকেটটা রাক্ষুসে ভাবে ছিঁড়ে ফেলে বইটা বের করে হুড়মুড় করে চার পাতা পড়ে, তাকে সাজিয়ে রেখে; স্নান করতে যাওয়া/হাতের জরুরী কাজগা সেরে ফেলা/খেতে বসা। আড়াই বছর পরঃ তাকে রাখা সে বইটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস; সামনের মাসের মধ্যে বইটা পড়ে না ফেললেই নয়৷
তন্ময় মুখার্জীর ব্লগ