নিউ ইয়ার ইজ হিয়ার । সামগ্রিক ভাবে উত্তেজিত । না , রাতে অফিস পার্টিতে মাগনা-মদের ফোয়ারা ছুটবে বলে নয় , রিসলিউশণের সময় চলে এসেছে বলে । নতুন বছরে অমুক-পণ , তমুক-পণ করে নিজের কলজেটাকে চাঙ্গা রাখাটা বিশেষ জরুরী । তাছাড়া আজকাল নিউ ইয়ার রিজলিউশন ব্যাপারটা বেশ চলতি , এক-দুটো বাজারে না ছাড়তে পারলে লোকে ভাববে উলুবেড়িয়া থেকে লুঙ্গি পড়ে এসেছে বোধ হয় । তবে ব্যাপারটা আমি বেশ সিরিয়াসলি নিচ্ছি । স্পষ্ট একট লিষ্টি-সৃষ্টি করেছি ; ২০১৩ জুড়ে কী করিবো ; কী করিবো না :
তন্ময় মুখার্জীর ব্লগ