Skip to main content

Posts

Showing posts from February, 2021

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবাজি "ইয়ে" আমি খুব চিনি। - শোনো না, বউ..। - মিউমিউ গলায় "ইয়ে"। কুঁইকুঁই সুরে "শোনো না"। তোমার মতিগতি আমার মোটেও ভালো ঠেকছে না৷ - বলছিলাম যে..ডিনার তো হলো..তবু কোথাও যেন ফাঁক থেকে গেছে..। - মাছের ঝোল দিয়ে দিব্যি সাবড়ে খেলে, তবু ফাঁক রয়ে গেল? পেট না ট্যাঙ্কি? - আহ, তা নয়৷ পেট ভরেছে৷ ফাঁকটা মনে৷ বুকে একটু মাইল্ড হুহু রয়ে গেছে। - ফ্রিজে মিষ্টি নেই স্যার৷  - হুহুটা মিষ্টির জন্যে নয়৷ বলছিলাম যে, বড় সাধ আমার- একটু আলু ভেজে খাবো। কুচুরমুচুর করে আলুভাজা খাবো আর মান্নাদের গান শুনব৷ - সে তো ভালো কথা৷ আলু ভেজে নাও,  তার জন্য অত ঘ্যানঘ্যানানি কেন। - তোমার একটু কুঅপারেশন চাই যে৷ আলুটা কুচিয়ে দাও প্লীজ। - নোলার ছোঁকছোঁক আমার নেই৷ আলু পটল স্নোলেপার্ড যা খুশি কুচিয়ে নিয়ে ভাজোগে৷ এই রাতবিরেতে আমি আলু  কাটতে পারব না৷ - ভাজব তো আমি। - কুচোবেও তুমি। - কিন্তু রামকৃষ্ণ যে বলেছেন বৌ, এক্সেলেন্স শিকেয় তুলে কোনো কাজ করবে না৷ আলু ভাজায় আমার এলেম আ

বাজেটের ব্যাপারস্যাপার

- শোনো বউ! - বলে ফেলো। - শুনতেই হবে কিন্তু। - কান তো আর বন্ধ করে রাখার উপায় নেই৷  - একটা প্রপোজাল ছিল। - শুনি৷ - প্রপোজালটা এক্সেপ্ট করতেই হবে কিন্ত। - ঈশ্বর তো নই যে ডিসপোজ করব। - আজ তোমারও স্যালারি ঢুকল৷ আমারও।  - তা'তে কী? - মাইনে পাওয়ার দিন আমরা মাসকাবারি সেরে বাড়ি ফিরি৷ সে'টাই ট্র‍্যাডিশন৷ তাই না? - বীটিং আরাউন্ড দ্য বুশ? বলো প্রপোজালটা কী। - বলছিলাম যে, আজ মাসকাবারিটা ড্রপ করে যদি..। - যদি? - অমন টেঁটিয়া সুরে 'যদি' বললেই আমি নার্ভাস হয়ে যাই বউ৷  - মাসকাবারি ড্রপ করে? কী? - একট ট্যাক্সি নিয়ে সোজা পার্ক স্ট্রিট৷ সে'খানে মোকাম্বোয় বসে কবজি ডুবিয়ে দেব৷ পাশাপাশি একটু গলা ভিজিয়ে নেওয়া, সামান্য ঢুলুঢুলু৷ বুঝছ তো। - খুব বুঝছি৷ ডেভিলড ক্র‍্যাব৷ স্টেক৷ সিজলার৷ টুটিফ্রুটি। স্ক্রুড্রাইভার৷ মোহিতো। - তোমার তুলনা নেই বউ। মেনুটা তা'হলে ফাইনাল৷ আর তারপর মোকাম্বো টু বাড়ি ফেরাও তা'হলে ট্যাক্সিতেই৷  - বেশ৷ দু'রাউন্ড ট্যাক্সি, হাইক্লাস খাবারদাবার, ককটেল। সব মিলে অন্তত তিন হাজার। - তিন? - মিনিমাম। এ'দিক এ'মাসে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে। - মা