ওই আমার পোষা কম্পিউটার, আমি বাঁ চোখ নাচালে সে মিউ দেয় আর ডান চোখ নাচালে হালুম। ওই গ্যালো খটরখটরিয়া কিবোর্ড, ওই হলো মিচকে মাউস। এই হলো গিয়ে বাহারে কলমদানি যার মধ্যে ওই দেখুন কুড়ি টাকা পিস মারাত্মক এফিশিয়েন্ট ডটপেন; চারখানা। চারে মিলে ওরা আমার পার্সোনাল গেরিলা বাহিনী। আর এই পাশে দেখুন, একটা পেটমোটা ডায়েরি, তা'তে হাবিজাবি কাজের।নোট লেখা। আর সে ডায়েরির ওপর উপুড় করে রাখা ওই যে পকেট-সাইজের স্পাইরাল নোটবই যা'তে টোকা আছে মনের খবর, ধোপার হিসেব এবং মাসকাবারির প্ল্যান।
এই শশব্যস্ত টাইমস স্কোয়্যার কোণার এক কণায় রয়েছে একটা নিঝুম দুপুরের নিরিবিলি ঠাকুরদালানের ছড়িয়ে বসা তাসের আড্ডা৷ বসের দাবী, সহকর্মীর খেজুর, ফাইলের ভিড়, এক্সেলের ফর্মুলার দাপটে আমার সে কণাটা হয়তো সহজে কারুর চোখে পড়ে না; কিন্তু সে'টা আছে জানেন৷ আছে বলেই ওই টেবিলেই মুক্তি, ওই টেবিলেই হঠাৎ গা এলিয়ে দেওয়ার দু'সেকেন্ড। ওই কুরুক্ষেত্র টেবিলেই হিমালয়, ওই টেবিলেই।
No comments:
Post a Comment