Wednesday, December 31, 2025

গ্রাসেক্সেলেন্স



অফিস-বিষয়ক জরুরী ব্যাপার। লিঙ্কডইনে লেখার কথা ছিলো, আলসেমিতে এইখানেই রাখলাম।

অফিস ক্যান্টিনের বিরিয়ানির কোয়ালিটি গত দু'মাসে বেশ ইম্প্রুভ করেছে (বম্বের নিরিখে, পিওরিটির দিক দিয়ে বিচার করে হাহুতাশ করে লাভ নেই)।

হপ্তায় একবার সে বিরিয়ানি হচ্ছে আর সুমিতবাবু যত্ন করে তা টেবিলে সাজিয়ে রেখে যাচ্ছে।

মোদ্দা কথা হলো মোটিভেশন তুঙ্গে।
ওয়ার্কপ্লেস ডিলাইট দুদ্দাড় করে বেড়ে চলেছে।
প্রতি গ্রাসে এক্সেলেন্স।

No comments: