Wednesday, December 31, 2025

বড় হয়ে



সবার সঙ্গে সহজে মিশবো;
চটুল চুটকিতে থাকবো,
দু'লাইন পদ্যে থাকবো,
গুনগুন গানেও ঝুলে পড়বো।

সমস্ত আসর আলো আলো ভবে জমিয়ে দেবো;
হাহাহোহোতে মিলেমিশে হন্যে হবো,
হাহাকারে জুড়ে গিয়ে গজল হবো।
ভাঙা প্রেমে বোরোলিন হবো,
ক্লান্তি ওড়ানো আড্ডায় রফি।

বড় হয়ে চিলি চিকেন ড্রাই হবো।
কেমন?

No comments: