পকেটে শ'দেড়েক টাকা। অথচ ডেটে ঘ্যামের ঘাটতি হলে চলবে না। নিশ্চিন্তে মুখোমুখি বসার টেবিল থাকতে হবে। গল্প জমে আড্ডা হবে, চল্লিশ মিনিট কেটে যাবে চার সেকেন্ডেরও কম সময়ে। আর সে গল্প-আড্ডার পাশেপাশে স্বাদে কাটতি হলেও চলবে না।
অতএব; নরম হাতরুটি, টানটান ঝালনুনের ডিমতরকা। ফাউ পেঁয়াজ-লঙ্কা-বিটনুনের অভাব থাকবে না।
আর মনের আড়ালে বসে থাকা কবি আওয়াজ দেবেন, "কেমন ভাইটু, ভালোবাসা ফ্লো করছে তো"?
No comments:
Post a Comment