এ কফি ভালোই, তবে এর ৮০% দাম যায় দ্যাখনদারিতে।
শীতের বিয়েবাড়ির মেশিন থেকে জগঝম্প আওয়াজ তুলে যে কফি বেরিয়ে 'নেসকাপে' লেখা লাল-সাদা কাপে এসে পড়ে; সে'টাই হলো আসল আগুন। তার মধ্যে যে মেজাজ - সে'টা অতুলনীয়। মহাভারতের মহারথীরা সে'ধরণের কিছুতে চুমুক দিয়েই বোধ হয় মারকাটারি যুদ্ধে যেতেন।
No comments:
Post a Comment