গোয়া। যে'খানে সে'খানে দু'পা এগোলেই বিভিন্ন সাইজের বার। আমি ঢুকলাম একটা ভাস্কোর বাজারের ছোট্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। পঁচিশ টাকায় নেসক্যাফে, পনেরো টাকার চা, পঞ্চাশ টাকায় দোসা। স্থানীয় মানুষজন এসে বসছেন, গপ্প জুড়ছেন এবং কেউই তাড়াহুড়ো করছেন না।
আমি এক কাপ কফি অর্ডার করলাম। মিনিট কুড়ি সে'খানে বসলাম। এক অপরিচিত ভদ্রলোক পাঁচ মিনিটের আলাপে আমায় শিঙাড়া খাওয়ালেন। টের পেলাম মদের তুলনায় কফি শিঙাড়ায় আরও সহজে বরফ গলে।
No comments:
Post a Comment