Showing posts with label গোয়েন্দা. Show all posts
Showing posts with label গোয়েন্দা. Show all posts

Thursday, November 21, 2024

প্যারাশুট



পঁয়তাল্লিশ সেকেন্ডের মাথায় প্যারাশুট খোলার কথা ছিল। পঞ্চাশ সেকেন্ড ছাড়িয়ে গেছে; খুললো না। আর খুলবে বলে মনেও হচ্ছে না। আমার প্রাইভেট স্কাইডাইভার কোচ চরণ ব্যাটা আচ্ছে ডোবালে দেখছি। কেন যে খামোখা স্কাই-ডাইভিংয়ের শখ চাপলো। আর কেন যে খামোখা দু'পয়সা বাঁচানোর লোভে ওই ফোর টুয়েন্টি চরণের খপ্পরে পড়লাম; ব্যাটা বলে কিনা বাজারে যা রেট তার চেয়ে অর্ধেক রেটে আমায় প্লেন থেকে ফেলে দেবে। সত্যিই ফেলে দিলো, কিন্তু নরম ভাবে নামানোর ব্যাপারটা বেমালুম চেপে গেলো। দিব্যি ছিলাম ক্লাবে ক্লাবে ব্রিজ খেলে আর মদ গিলে। এই বিটকেল শখ যে কেন মাথায় এলো।

বাষট্টি সেকেন্ড হতে চললো। প্যারাশুট বলে আদৌ কিছু দিয়েছে না তাঁবুর কাপড় পিঠে বেঁধে দিয়েছে কে জানে। কী বেআক্কেলে লোক দেখুন দেখি চরণ। পিওর গাম্বাট অথচ কথাবার্তায় যেন মধু ঝরে পড়ছে। "শরীর ভালো আছে তো স্যার?" "ঝাঁপাতে রেডি তো স্যার?" "ভয় করছে না তো স্যার? আরে আমি তো আছি"। হাতির মাথা আছে, রাস্কেল!

যা বুঝছি আর তিরিশ সেকেন্ডের মধ্যেই ক্র্যাশ করব, তারপর সবকিছু চুরমার। বেরোনোর আগে মুখে একটু মশ্চারাইজার মেখে বেরোতে পারতাম; ডেডবডি ভাঙাচোরা হলেও চলে; ফাটা ঠোঁট-গাল ব্যাপারটা কেমন বিশ্রী লাগে যেন।

যা হোক, সে'সব ভেবে আর কী হবে৷ শিউলিই যখন আর জীবনে রইল না, এই ভালো। অবশ্য আমাদের ডিভোর্সটা এখনও হয়নি৷ এই ছুটি কাটিয়ে ফিরে, পুজোর পর ডিভোর্সের দরখাস্তে সই করব তেমনটাই প্ল্যান ছিল৷ মাঝেমধ্যে রাগের মাথায় হাত-টাত তুলে ফেলেছি বলে কি প্রেম-মোহব্বতটা মিথ্যে হয়ে গেল? শিউলি খামোখাই জেদ ধরে বসলো৷

আর বড়জোর আঠেরো সেকেন্ড বাকি৷ অথচ আমার এত সম্পত্তি-টাকাপয়সা ছেড়ে মন পড়ে রয়েছে শিউলিতে৷ ইজ দিস নট ট্রু লাভ? সে শুধু মারধোরই দেখলে? স্নেহ, মায়া আর প্রেমটা দেখলে না? কেউ ভালোবাসে কবিতা লিখে, কেউ গান বেঁধে৷ আমার স্টাইলটা একটু না হয় অন্যরকম৷ এই যে বিয়ের পর শিউলির চাকরিটা ছাড়িয়ে দিলাম, সে'টাও তো ভালোবেসেই৷ আমার এত টাকা, আর আমার বউ কিনা খেটে মরবে? রামোহ্‌, রামো্‌হ।

আর দশ সেকেন্ড৷ পড়ে রইল বালিগঞ্জের জোড়া ফ্ল্যাট, বোলপুরের বাগানবাড়ি আর কার্সয়াঙের কটেজ৷ পড়ে রইল ব্যবসাপাতি আর সুদের কারবার৷ কত করে বোঝালাম শিউলিকে, আরে পোস্টঅফিস ক্লার্কের মেয়ের অত দেমাক দেখানো ভালো নয়৷ ডিভোর্স না করলে সে কত ফুর্তিতে থাকতে পারবে৷ তা নয়, ডিভোর্সই চাই৷ শেষ দিকে অবশ্য নরম হতে শুরু করেছিল৷ হঠাৎ বলেও ফেলেছিল পুজোর আগে ডিভোর্স দেবে না, স্যুইট গার্ল সে'দিক দিয়ে৷

যা হোক..এ'বার তবে...এই এক মিনিট..এই থামাও..এই কেলো করেছে..ডিভোর্স অ্যাপ্লাই করিনি যে এখনও..আমার সব টাকাপয়সা তা'হলে ওই বজ্জাত মেয়েটা পাবে? এ বাবা! হায় হায় হায়!

দু'সেকেন্ড পরেই ইম্প্যাক্ট!
কী সর্বনাশ!
এই এক মিনিট!
এক মিনিট!
এ সেরেছে!
শিউলি হারামজাদির উকিলের নাম উমা দত্ত না?
আর ওর লেটার হেডে ইউ সি দত্ত লেখা থাকত না?
উমা সি দত্ত?
উমা চরণ দত্ত?
চরণ?
হে ভগবা...!

(ছবি: জেমিনাই)

Saturday, July 1, 2023

বটুর দরবারে

- বটুদা আছেন?
- কী চাই!
- বটুদা। আমি...আমি এসেছি।
- এসে উদ্ধার করেছ আর কী!
- ভিতরে আসব?
- এসে যখন পড়েইছ, তখন দরজার সামনে দাঁড়িয়ে নখ না চিবিয়ে ভিতরে এসে দু'টো কাপ ডিশ ধুয়ে ফেলো দেখি। আমি চা বসিয়েছি। দু'জনের কুলিয়ে যাবে।
- থ্যাঙ্কিউ দাদা।
- তা হঠাৎ কলকাতায় কী মনে করে?
- গুরুদেবের পায়ের ধুলো না নিলে চলছিল না...।
- শোনো, তেল দিও না। তেল দিও না। আমি তোমার ওপর মারাত্মক চটে আছি।
- আহ, না হয় দু'একটা ভুলচুক হয়ে গেছে। তার জন্য...।
- দু'একটা ভুলচুক? চার পয়সার কাজ করতে গিয়ে চার লাখটাকার ঝামেলা পাকাবে। তারপর আমায় কলকাঠি নেড়ে সমস্ত ঠিক করতে হবে। আর বাইসেপ ফুলিয়ে রকেটলঞ্চার দুলিয়ে নাচনকোঁদন করলেই যদি দুষ্টু লোকেদের শায়েস্তা করা যেত, তা'হলে তো হয়েই গেছিল...। দুনিয়াটা যদি অতই সহজ হবে, তা'হলে তোমার মত বারফট্টাই ঝাড়া লোকজনেরই জয়জয়কার হত আর এই বটুগোয়েন্দা সিআইএ, ইন্টারপোলকে কনসাল্ট করার বদলে ভুবন দত্তের বাজারসরকার হয়ে জীবন কাটাত।
- সত্যি বটুদা, তুমি সময়মত গোলমালগুলো সামাল না দিলে...।
- তুমি এতদিনে অন্তত বাহাত্তরবার অক্কা পেয়ে গিয়েছিলে আর কী। নেহাত আমার মনটা নরম...।
- আসলে এ'বারের কেসটা এমন জটিল ছিল...।
- আরে ধুর। আমায় একটা এসএমএস করলেই সব মিটে যেত। তা, না। নিজে গিয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। উফ। তোমার লোক-দেখানো স্টাইলের ঠেলায় আমার ভাতঘুমগুলো মাটি হচ্ছে।
- কাপ ধুরে ফেলেছি।
- ছ'মাস আমার এ'খানে থাকো। দিনের বেলা ঘরদোর ঝাড়পোঁছ করবে, বাসনপত্র ধোবে, বাজারঘাট করবে...।
- রান্না করব না?
- খেপেছ? হেঁসেল আর ডিটেকশনের ব্যাপারে বটু আর কাউকে ভরসা করে না। তা যা বলছিলাম, দিনের বেলা ঘরের কাজ করবে, রাতের দিকে আমি ট্রেনিং দেব। ছ'মাসে দাঁড়িয়ে যাবে। আর কথায় কথায় অমন নেকুপনা কেটে যাবে। এই নাও। চা।
- আহ্‌। অমৃত। রিয়েল দার্জিলিংয়ের সামনে কোথায় লাগে সিঙ্গল মল্ট।
- হুম। এ'বার বলে ফেলো।
- বলে ফেলব? কী?
- এখন তোমার ইস্তানবুলে থাকার কথা। অথচ এই অবেলায় কলকাতায় উদয় হয়ে আমার বাড়িতে কাপ-ডিশ ধুচ্ছ। অসাবধানতায় জামার সব কটা বোতাম লাগিয়ে ফেলেছ- অর্থাৎ স্টাইল-ঠাইল সব মাথায় উঠেছে। চুলে যা বুঝছি জেলের বদলে শালিমার নারকোল তেল ঢেলেছ। তার মানে মাথাব্যথা এমন পর্যায় গেছে যে পেনকিলারে কাজ হচ্ছে না। ভদ্রেশ্বরের ঝুনোনাপিতের সেলুনে গিয়ে মাথা মালিশ করিয়ে আসতে হয়েছে। আরও আছে। এই যেমন, গতকাল থানার বড়বাবু আমায় দু'ডেকচি বিরিয়ানি পাঠিয়েছিলেন। সাপ্তাহিক ভেট আর কী। বেশ খানিকটা বাসি বিরিয়ানি এখনও পড়ে আছে। গোটা ঘর বিরিয়ানির সুবাসে ভরপুর অথচ তুমি একবারও সেই সুবাসের সোর্স ঘেঁটে দেখতে চাইলে না। কাজেই বেশ ঘোরতর বিপদেই পড়েছ। তবে হ্যাঁ। বিপদটা একটু ইউনিক। ঠকাস-ঠকাস করে কেঠো স্টাইলে ইংরেজিতে কথা বলে মুরুব্বিয়ানা ফলাচ্ছ না। তার মানে প্রফেশনাল ঝ্যামেলা নয়, তাই লিঙ্কডনইন কেত মেরে সাহায্য চাইতে হচ্ছে না। তার মানে তুমি কোনও জরুরী সাহায্যের জন্য এসেছ, তবে সে'টা কাজকর্ম বিষয়ক কিছু নয়। বেশ। আমি পার্সোনাল মেন্টরও বটে। কী চাই? চটপট বলে ফেলো।
- বটুদা, মাইরি। আপনার চরণতলে ঠাঁই দিন প্লীজ। বর্তে যাই। বড় ফাঁপরে পড়ে এসেছি। এ'বারের মত উতরে দিন।
- কী ব্যাপার?
- প্রেমিকা ইয়াব্বড় বড় প্রেমের চিঠি লেখা শুরু করেছিল। মারাত্মক সব রোম্যান্টিক বুলি, ঢলোঢলো ভাষা। এ'দিকে আমার দৌড় ওই হোয়্যাটস্যাপে হার্ট সাইন পাঠানো পর্যন্ত। কাজেই ওর প্রেমের চিঠি খাটো হতে শুরু করেছে। ভাষার নরমভাব কেটে গিয়ে ধারালো খোঁচা আসতে শুরু করেছে। বড্ড নার্ভাস বোধ করছি বটুদা। বড্ড। আমি যদি ইমিডিয়েটলি একটা পেল্লায় প্রেমের চিঠি না লিখতে পারি, মুশকিল হয়ে যাবে। আমায় বাঁচান বটুদা...।
- বটু গোয়েন্দার মনটা বড্ড নরম ভাই পাঠান। রিফিউজ করি কী করে। তাছাড়া রুবাই মেয়েটি ভালো। তোমার মত নিনকমপুপকে প্রেমের আশ্রয় দিয়েছে, তোমার ভাগ্য সত্যিই সুপ্রসন্ন বলতে হবে। বেশ। আমি ডিকটেশন দেব, তুমি টুকে নিও। তুমি চা'টা শেষ করো। আমি দেড়-থালা বিরিয়ানি উড়িয়ে আসি; রোম্যান্সটা তা'হলে বেটার ফ্লো করবে। পোস্ট-বিরিয়ানি একটা অমিত রে কে টেক্কা দেওয়া সতেরো পাতার চিঠি লেখা যাবে'খন। সে চিঠির "ইতি তোমার পাঠান" পর্যন্ত আসতে আসতে রুবাই দিদিভাই চোখের জলে নাকের জলে এক হয়ে 'লগ যা গলে' গাইবে, এই গ্যারেন্টি রইল।

Monday, July 20, 2020

বটুগোয়েন্দার ইলিশচুরি

- এই যে বউ...।

- অত চেল্লাচিল্লি কেন।

- চেল্লাচিল্লি করার মতই দাঁও মেরেছি।

- চোরের গলায় অত তেজ ভালো না..।

- বিশু দারোগা চোর বলে চোপা করলে গায়ে লাগেনা। কিন্তু তুমিও চোরছ্যাঁচড় বলেই হ্যাটা করবে গো বউ? শিল্পীর কদর করবে না?

- উঁ। ভীড় বাসট্রেন থেকে এর ব্যাগ ওর থলে সরানোও নাকি শিল্প। ধুর ধুর শিল্পী ছিলেন মধুজ্যেঠু। গেরস্ত বালিশে মাথা ঠেকানোর দশ মিনিটের মধ্য সিঁদ কেটে মালপত্তর সরিয়ে হাওয়া।

- আরে সে মান্ধাতা আমলে পড়ে থাকলে চলবে কেন। ইন্টারনেটে চারদিকে কিস্তিমাত হচ্ছে। এ যুগে সিঁদ কাটলে লোক হাসবে যে। তবে যাক। আজ এক্কেবারে কেল্লাফতে করেছি। এই দ্যাখো।

- রামোহ্। চামড়ার দামী ব্যাগ নয়, জমকালো বটুয়া নয়, এ যে দেখি বাজারের থলে...। তাও ময়লা...।

- কিন্তু বউ, এ থলের মধ্যেই যে সাতরাজার ধন। 

- আহ, কী আছে সে'টা বলবে তো।

- ডাউন মেমারি লোকালে ফিরছিলাম। তখনই নজরে পড়ল লোকটাকে। গোবেচারা চেহারা, ট্রেনের দরজার এক্কেরে মুখে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বাবু। ...দেখেই বুঝেছি এর মাথায় কাঁঠাল ভাঙা বাংলায় বানানভুল করার চেয়েও সহজ। ব্যাস। অমনি পাশে গিয়ে দাঁড়ালাম। তা ভদ্দরলোকের হাতে ঝোলানো থলির ভিতর উঁকি মারতেই বুকের মধ্যে এক্কেবারে যেন সাতশো বত্রিশটা রংমশাল জ্বলে উঠল। ঠিক করে ফেললাম এ ব্যাগ না হাতালেই নয়..। ভদ্রলোক শক্ত করে থলেটা ধরেছিলেন..। প্রথমে ভাবলাম।যে প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন গতি নিলে; সে ব্যাগ শেষ মুহূর্তে ছিনিয়ে ট্রেন থেকে দৌড়ে নেমে পগারপার হওয়াটাই একমাত্র উপায়। কিন্তু মা ভবতারিণীর আজ অসীম দয়া; ছিনতাইয়ের হ্যাপা পর্যন্ত যেতেই হল না। হঠাৎ এক প্যাকেট সল্টেড বাদাম কিনে খেতে শুরু করলেন ভদ্রলোক,হাতের থলেটা পাশে নামিয়ে রেখে। সে বাদামের নেশায় এতটাই বুঁদ হয়ে ছিলেন যে আমি দিব্যি থলে উঠিয়ে পাণ্ডুয়া স্টেশনে স্যাট করে নেমে পড়লাম অথচ সে'টা সেই থলেওলা টেরই পেলেনা। 

- হাউই গপ্প তো অনেক হলো। তা এই থলেতে আছেটা কী?

- দেখাব। তার আগে খোকা আর খুকিকে ডাকো দেখি। ওদের সামনেই না হয়...।

***

- পৌনে দু'কিলো সাইজের ইলিশ?

- করেক্ট।

- দু'টো ইলিশ?

- করেক্ট।

- কোয়ালিটি?

- এ-ক্লাস।

- তুমি জানো সে জিনিসের মার্কেট ভ্যালু কত?

- হিসেব করতে গেলে ভির্মি খেতে হবে। থাক না।

- থাক না মানে? অমন ইলিশ সহ থলে গায়েব হয়ে গেল?

- গায়েব নয়। চুরি।

- বটু গোয়েন্দার ইলিশ মাছের থলি চুরি হল?

- এতে এত অবাক হওয়ার কী আছে সুবিনয়।

- অবাক হব না বটু? থানার বড়বাবুরা তোমার কনসাল্টেশনের জন্য হন্যে হয়ে ঘোরে। দুঁদে ক্রিমিনালরা তোমার নাম শুনলে থরথর করে কাঁপে। তেমন গোয়েন্দার মাছের থলে চুরি হয়ে গেল ট্রেনের ভিড়ে, অথচ সে টেরটিও পেল না। বাজারে এ কথা রটলে তোমার মানইজ্জত থাকবে বটু?

- মানইজ্জতের পরোয়া করলে কি আর ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াতাম হে সুবিনয়। সে চিন্তা নেই।  ইলিশের থলে চুরি হয়েছে বটে, কিন্তু তা আমায় ফাঁকি দিয়ে হয়নি।

- তার মানে? তুমি টের পেয়েছ যে তোমার থলি চুরি হচ্ছে?

- হাপিসটি হয়েছে পাণ্ডুয়া স্টেশনে। আর চুরিটা হয়েছে আমার সুপারভিশনে।

- তার মানে?

- চুরিটা আমি অ্যালাউ করেছি।

- তুমি চুরিটা হতে দিয়েছ?

- করেক্ট।

- তুমি দেখেছ সে চোরকে?

- বয়স পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে। একমাথা এলোমেলো ময়লা চুল, নীল শার্টটিকে আর যাই হোক নতুন বলা চলে না। ট্রাউজারটা এককালে হয়ত মিশকালো ছিল, এখন ফ্যাকাসে। পায়ে সস্তা হাওয়াই চটি। হাতে একটা পুরনো ইলেকট্রনিকস ঘড়ি, নেহাৎ শস্তা নয় তবে সে'টি যে চুরির মাল সে বিষয়ে আমি নিশ্চিত। 

- তা এই লোকটিকে তুমি তোমার থলে সরাতে দিলে?

- দিলাম। ইনফ্যাক্ট, যতটা সম্ভব সাহায্য করলাম। 

- খোলসা করো হে বটু।

- চোরের হাবভাব আমি বিলক্ষণ চিনি। তাঁদের আঙুল আর কবজির মুভমেন্ট, চোখের ধারলো ফোকাস আর ঠোঁটের পরিশীলিত উত্তেজনা; এই কম্বিনেশনটা নিশ্চিত ভাবে ঠাহর করতে পারাটা যে কোনও গোয়েন্দার জন্যেই একটা জরুরী স্কিল। তবে এই ভদ্রলোক..।

- ভদ্রলোক?

- সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নিজের আখের গোছানো মানুষজন যদি ভদ্র হতে পারেন, সামান্য পকেটমারকে ছোটোলোক বলি কী করে বলো। যাকগে, তা অন্যদের পকেট আর ব্যাগ জরীপ করতে করতে এই নীল শার্ট ভদ্রলোকটি হঠাৎ একটা বই হকারের কাছে ছোটদের বই চেয়ে দরদাম শুরু করলেন। ওই সস্তা চটিবই। ট্রেন কাঁপানো দরদাম করে দু'টো বই বাগালেন ভদ্রলোক; একটা গোপাল ভাঁড়ের হাস্যরস আর একটা বীরবলের গল্প। কেনার পর বইগুলো নিজে একবারও উল্টেপাল্টে না দেখে নিজের বুকপকেটে যত্ন করে মুড়ে রাখলেন। বই কেনার সময়টুকু ভদ্রলোকের চোখ থেকে সেই ফোকাস গায়েব, ঠোঁটের উত্তেজনা কেটে গিয়ে উজ্জ্বল হাসি আর আঙুলের চনমন গায়েব। কেন?

- কেন?

- শিল্পীর ফোকাস আর উত্তেজনা ভাসিয়ে দেওয়া স্নেহ। বাড়ির বাচ্চাদের জন্য কি ভদ্রলোক দু'টো বই হকারের ব্যাগ থেকে সরিয়ে দিতে পারতেন না? পারতেন৷ কিন্তু তা করলেন না কেন? কারণ ছোটদের পড়ার বইটুকু তিনি চুরি করে সংগ্রহ করতে চাননি। শিক্ষার প্রতি সম্মান। আমাদের অনেকের মধ্যে নেই, ওঁর আছে। আসলে মানুষের এথিকস বোধ অতি বিচিত্র হে সুবিনয়। যা হোক, বইদুটো কেনার পর ভদ্রলোকের চোখের ফোকাস আর ঠোঁটের উত্তেজনা ফেরত এলো। অর্থাৎ তিনি ফের শিকারী বাজপাখি। এসে দাঁড়ালেন আমার পাশে। তাঁর দৃষ্টি এসে পড়লো আমার থলের ওপর৷ প্রমাণ সাইজের দু'টো ইলিশ দেখে তার চোখের দৃষ্টি আরও প্রখর হয়ে ওঠা উচিৎ ছিল, ঠোঁট লোভে কেঁপে ওঠা উচিৎ ছিল। অথচ...।

- অথচ?

- অথচ তার দৃষ্টি হয়ে উঠল ঘোলাটে। ঠোঁটে ফুটে উঠল বিষাদ। আর নিজের অজান্তেই তিনি বুক পকেটে মুড়ে রাখা বইদুটো খামচে ধরলেন। এথিকসের মতই, পিতৃস্নেহও রীতিমতো বেহিসেবী একটা প্রসেস৷ আমার ইলিশের থলিটি তাকে টানলো কিন্তু সে টানে লোভ নেই৷ সে টানে নিজের সন্তানদের মুখে ইচ্ছেমত মাছের টুকরোটা তুলে দিতে না পারার আক্ষেপ রয়েছে৷ যন্ত্রণা রয়েছে। ব্যাস, তারপর আর কী। মক্কেলের ঘাড় মটকে আদায় করা ইলিশ আবারও জুটেই যাবে।

- ইলিশভাজা দিয়ে জমিয়ে আড়াই থালা ভাত খাবো ভেবে এসেছিলাম হে বটু। কাজটা তুমি খারাপ করোনি বটে৷ তবু আমার বুকের ভিতরটা কেমন যেন খালি খালি বোধ হচ্ছে..।

- গোয়েন্দাগিরির নেশায় মশগুল না হলে আমি অতি চমৎকার রাঁধুনি হতাম সুবিনয়। যাকগে, হাঁসের ডিম কষা করেছি, তাতেও ওই আড়াই থালা ভাত সাবাড় হবেই। দেখে নিও।

Saturday, November 30, 2019

অনমিত্রবাবুর প্রত্যাবর্তন

কফি হাউসের দেওয়ালে টাঙানো ফ্রেমের ওপার থেকে রবীন্দ্রনাথ গাইছিলেন। 
“আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়”। 
টোস্টটা বিস্বাদ। দুপুরটার মতই। অনমিত্র নিজের অস্বস্তি চেপেচুপে কোনোক্রমে বসেছিলেন। কিন্তু সুরটা ক্রমশ তাঁর গায়ে আঁচড় কাটছিল যেন। ওয়েটারকে বিল দিতে বলে নোটবুকটা বন্ধ করে সাইডব্যাগে ঢুকিয়ে রাখলেন তিনি। 
এ’বারে কফি হাউস আসাটা বন্ধ করতে হবে। এতদিন কেটে গেল অথচ একদিনের জন্যেও মিতার দেখা পাওয়া গেল না। কিন্তু একসময় এ’দিকে মিতার নিয়মিত যাতায়াত ছিল। সে সবই ওর সাহিত্যিক বন্ধুদের হাত ধরে অবশ্য। মিতা নিজেও একসময় লেখালিখি করত। গত বছর দশেকে রিসার্চের কাজে এত ব্যস্ত হয়ে পড়লো মেয়েটা। তবু সময় সুযোগ করে মাঝেমধ্যেই চলে আসত কফি হাউস। 
অথচ কতদিন হয়ে গেল মিতার দেখা নেই। ধুস্‌। 
কফিহাউস থেকে বেরোতে বেরোতে বিকেল চারটে বেজে গেল। অনমিত্র রোজকার মত হাঁটতে হাঁটতে মেডিক্যাল কলেজের পিছনের দিকটায় চলে গেল। এখন ভাঁটার সময়, ঢেউ কম। আকাশ আর সমুদ্রের ফ্যাঁকাসে রঙ মিলেমিশে একটা অদ্ভুত গা ছমছম তৈরি করে; সে’টা দিব্যি লাগে অনমিত্রর। কলেজ স্কোয়্যারের দিক থেকে ঘটিগরমওলারা এ’সময় সমুদ্রের দিকে হেঁটে আসে। দশটাকার এক ঠোঙা গরম চানাচুর মাখা নিয়ে বসে আরও ঘণ্টাখানেক কেটে যায়। সন্ধ্যের ঠিক আগে জুটিয়ে নেওয়া যায় এক কাপ লেবু চা। অন্ধকার নামার ঠিক আগে অনমিত্রর থেকে হাতদশেক দূরে এসে বসেন গায়ে কালো শাল জড়ানো ভদ্রলোক। মিতা থাকলে পাগলের মত গিয়ে ঝাঁপিয়ে পড়ত ভদ্রলোকের পাশে। কিন্তু মিতা নেই। আছে শুধু সমুদ্র, কলকাতার ডিজেল পোড়ানো গন্ধ আর খানিক দূরে বসে থাকা সুনীল গাঙ্গুলি।     

আপনিই বটু দত্ত?
আজ্ঞে। বসুন। 
গোয়েন্দা বটু দত্ত?
একই বাড়িতে দু’জন বটু দত্তের থাকার সম্ভাবনা খুব একটা রয়েছি কি? 
মাফ করবেন আপনাকে দেখে ঠিক...। 
গোয়েন্দা বলে মনে হয় না, তাই তো?
না ঠিক সে’ভাবে বলতে চাইনি। 
আপনার টিশার্টের গেভারা দেখে কে বলবে যে আপনি প্রতি শনিবার কালী মন্দির না গেলে চলে না? আর গোয়েন্দারা বেঁটে হলেই গোলমাল?
হ্যাঁ...মানে...পাড়ার কালীমন্দিরটা বেশ জাগ্রত...তবে মানে...আপনি কী’ভাবে...? 
আপনার পায়ের চটিতে রক্তফুলমাখা কাদার ছিটে। মোটামুটি ফ্রেশ ছিটেগুলো সম্ভবত গতকালের অর্থাৎ শনিবারের। আবার পুরনো ছিটে যেগুলো চটির গায়ে বসে গেছে সেগুলো বলে দিচ্ছে ও’দিকে আপনার যাতায়াত নিয়মিত। 
ওহ্‌ আই সী। আপনাকে আমি ঠিক সে’ভাবে বলতে চাইনি কিন্তু।
ও আমার শুনে অভ্যাস আছে। বসুন। 
আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে আসা...। 
শুধু চা খেতে আমার কাছে আসার কোনও মানে হয় না। একে দুধ নেই, তা’তে সস্তা চা পাতা। আর লোকে বিপদে না পড়লে আমার বাড়ির চা পাতার কোয়ালিটি ইম্প্রুভ করার চান্স খুব সীমিত। 
ওহ। হ্যাঁ। তা তো বটেই। 
খাবেন? চা? 
না থাক্‌। 
আমাকে চা বানাতে যেতে হবে না। ফ্লাস্কে করা আছে। দিই এক কাপ?
আচ্ছা। 
আসুন। স্টিলের কাপটা মাইন্ড করবেন না। 
না না। চমৎকার। 
হুঁ। আপনার সমস্যা শুনব। তার আগে আপনার পরিচয়টা যদি...। 
আমি অনমিত্র চ্যাটার্জি। ব্রেন সাইনটিস্ট। 
সিগারেট?
না থ্যাঙ্কস। 
আমি স্মোক করলে ইয়ে নেই তো?
না না, প্লীজ।
থাকেন কোথায়?
টালিগঞ্জ। 
এ’বার সমস্যাটা শুনি। 
ব্যাপারটা আসলে এতটা অদ্ভুত। 
শুনছি। 
আপনি...আপনি হয়তো আমায় পাগল ঠাওরাবেন। 
আপনি মক্কেল। টু পাইস দেবেন। ইলিশের সিজন সামনে। অতএব মক্কেল ভগবান। বলুন। 
বেশ। পুরোটা শোনার আগে আমায় গলাধাক্কা দেবেন না প্লীজ। 
ওই যে বললাম। আমার কনসালটেন্সি ফীজ আছে। সে’টুকু না ভুললেই চলবে। তবে একটু তাড়াতাড়ি করবেন। লেক থানার ইন্সপেক্টর মহাপাত্রর সঙ্গে একটা জরুরী অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। 
বেশ। আমার সমস্যাটা ভারী অদ্ভুত বুঝলেন। এই যে মুহূর্তটা, এই যে...আমি আপনি মুখোমুখি বসে রয়েছি।  এই বিকেলবেলা। এই আপনার বসার ঘর, ওই নিউ হরাইজন  ক্যালেন্ডারে জুন মাস, এই ফ্লাস্কের চা...এগুলো সমস্তই একটা স্বপ্ন।
এই যে ইজিচেয়ারে আমি বসে...ওই যে আপনি সোফায় বসে...আমরা দু’জনেই আদতে...আপনার স্বপ্নে? 
হ্যাঁ। 
রাতে রান্না নেই। দারোগাবাবুর সঙ্গে দেখা করে ফেরার পথে রুটি তড়কা নিয়ে ফিরব ভাবছিলাম...তার আর দরকার নেই বলছেন...। 
নির্ভর করছে আপনি এই স্বপ্নে কতক্ষণ থাকছেন তার ওপর।
ওহ্‌। আচ্ছা, স্বপ্নটা কি...আমার?
নাহ্‌।
আপনার স্বপ্ন? আপনার স্বপ্নে আপনি আমার ড্রয়িংরুমে এসে বসেছেন? 
না। স্বপ্নটা মিতার। 
মিতা? 
মিতা সেন। আমার স্ত্রী। 
আচ্ছা। বেশ। আপনার স্ত্রীর স্বপ্নে আপনি আমার বাড়ি এসেছেন কোনও ব্যাপারে পরামর্শ নিতে। বেশ। বেশ। কিন্তু আপনি টের পেলেন কী করে যে এ’টা স্বপ্ন? 
খুলে বলি। 
পারবেন? খুলে বলতে? বৌয়ের স্বপ্নে এসে এত কথা বলাটা সমীচীন হবে? 
আসলে এই স্বপ্নে সব কিছুই হল আ ফিগমেন্ট অফ ইম্যাজিনেশন। শুধু আমি বাদে। আমি সজ্ঞানে মিতার স্বপ্নে এসে ঢুকেছি। 
আর এক কাপ চা খাবেন?
দিন। 
নিন। এবারে বলে যান। 
সবার আগে আমার এক যুগান্তকারী আবিষ্কারের কথা বলা দরকার। আবিষ্কারটা এখনও জনসমক্ষে আনিনি। কারণ ব্যাপারটা এতটাই গুরুতর যে দেশনেতাদের হাতে সে আবিষ্কার পড়লে গোটা পৃথিবীটা একটা মগজধোলাই যন্ত্রে পরিণত হবে। আমি আপনাকে বলতে পারছি এই বিশ্বাসে যে আপনি সমস্ত ব্যাপারটাকে গোপন রাখবেন। 
থামবেন না। বলে যান। ফ্লাস্কের চা বড় বেশি নেই। 
আবিষ্কারটা হল সাসিল্যা। অর্থাৎ সাবকনশাস সিমুলেশন ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে যেকোনো মানুষের অবচেতন মনের চলমান ছবি আঁকা সম্ভব। ব্যাপারটা সিনেমার মত, শুধু এমন সিনেমা যে’টা অন্যের মগজে চালান করা যায়।
সাসিল্যা। অবচেতনের চলমান ছবি। যা অন্যের মগজে চালান করা যায়। চন্দ্রবিন্দুর চ। বেড়ালের...। 
পুরোটা শুনুন বটুবাবু। প্লীজ।
ফীজ্‌টা।
এখন যত চান তত দিতেই পারি। তবে কাজে লাগবে না। স্বপ্নের টাকার আবার মূল্য কোথায়। তবে আমার মনে থাকবে, স্বপ্ন কেটে গেলেও। আর তখন আপনার ফীজটা আমি...। আপনি আমায় বিশ্বাস করতে পারেন বটুবাবু। 
শেষ কাপ ঢালছি ফ্লাস্ক থেকে। এই নিন।
থ্যাঙ্কস। 
এই যে আমি চা ঢাললাম...সে’টা মিতাদেবীর অবচেতনে বসে। তাই তো?
কারেক্ট। মিতার সাবকনশাসকে সিমুলেট করতে যত ইনফর্মেশন দরকার সে সবটুকু যোগাড় করতে আমার ঠিক পাঁচ বছর লেগেছে, আমাদের বিয়েও ওই পাঁচ বছরেরই। ইন ফ্যাক্ট, আমার প্রথম সাবকনশাস সিমুলেশন এটাই। আসলে আমার মনে হয়েছিল আরও বছরখানেক দরকার রিসার্চের জন্য। কিন্তু ব্যাপারটা এমন জরুরী জায়গায় চলে গেল যে আর...। মিতার সঙ্গে আমার সম্পর্কটা। 
চিড়?
ডিভোর্সের আপিল করা হয়ে গেছে, মাস খানেকের ব্যাপার। মিউচুয়াল তবে ওরই রিকুয়েস্টে।  
ওহ্‌ আই সী। 
মিতা নিজেও ব্রেন সায়েন্টিস্ট, আমাদের পড়াশোনা রিসার্চ সমস্তই একই সঙ্গে। এই গবেষণায় ওর ভূমিকা কম নয়। ইন ফ্যাক্ট মিতাও জানত যে এই সিমুলেশনের প্রথম সাবজেক্ট ও নিজে। তবে ও বহুদিন ধরেই চাইত ব্যাপারটার অর্থনৈতিক সুবিধে নিতে। আসলে আবিষ্কারটা তো কম বৈপ্লবিক নয়। কিন্তু আমার চিন্তা তো বলেইছি। এ আবিষ্কারের কথা ছড়িয়ে পড়লে মানুষের অকল্যাণ ঘটার সুযোগ অনেক বেশি। মিতা যে সহজ ব্যাপারটা কেন বুঝতে চাইত না। 
ডিভোর্সটা কি সে’জন্যেই?
না। তৃতীয় ব্যক্তি। তবে আমার দিক থেকে নয়। 
দাঁড়ান। আপনার দেওয়া ইনফরমেশনগুলো আগে সাজিয়ে নিই। আপনি অনমিত্রবাবু একজন ব্রেন সায়েন্টিস্ট। আপনার স্ত্রী মিতাও তাই। আপনাদের ল্যাবরেটরিতে আপনারা যে কোনও মানুষের অবচেতনের চলমান প্রবাহ তৈরি করতে পারেন, অবশ্যই তার জন্য সে মানুষের ব্যাপারে যথেষ্ট ইনপুট দরকার। 
রাইট। 
আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার কারণ কোনও তৃতীয় ব্যক্তি, সম্ভবত আপনার স্ত্রী অন্য কারুর প্রতি অনুরক্ত। সম্ভবত শব্দটা সহানুভূতি থেকে জুড়েছি। এবং এর মধ্যে কোনও গুরুতর সমস্যা দেখা দিয়েছে যার জন্য আপনি আপনার স্ত্রীর অবচেতনের সিমুলেশন তৈরি করেছেন। সে’টুকু বুঝলাম। এ’বারে দু’টো প্রশ্ন। 
বলুন। 
এক নম্বর, আপনার স্ত্রীর অবচেতনের প্রবাহ আপনার মনে প্রবাহিত হল কী ভাবে? মানে, সিস্টেমটা ঠিক কী’রকম?
দেখুন চেতনার বহনক্ষমতা সীমিত। প্রয়োজনীয় খবর আর অনুভূতিগুলো চেতনার স্তরে থাকলেও,আমাদের গভীরতম অনুভূতিগুলোর বাস অবচেতনে। আর এই অবচেতনই আমাদের চেতনাকে পরোক্ষভাবে চালিত করে। আমাদের বেশির ভাগ ভয়, অচেনা টান এই অবচেতন থেকেই উঠে আসে চেতনায়। অবচেতনের অনুভূতি আর ইনফরমেশন বহনক্ষমতা অসীম। খুব গোদা স্তরে অনেকে সাবজেক্টের ওপর হিপনোটিজম ফলিয়ে এই সাবকনশাস থেকে খবর বের করে এনেছেন। কিন্তু আমার এই ল্যাবরেটরি অনেক বেশি বিজ্ঞানসম্মত ভাবে একজনের সাবকনশাস থেকে খবর তুলে আনতে পারে আর তার জন্যই তৈরি করে একজনের সাবকনশাসের বহমান চিত্র প্রবাহ। প্রচণ্ড উন্নত ভাবে তৈরি অবচেতনের থ্রি ডাইমেনশনাল ম্যাপ। খুব সহজ ভাষায় বললে সেই ম্যাপটা একটা কম্পিউটারে ট্রান্সফার করা যায়, ওই আর পাঁচটা কম্পিউটার ফাইলের মতই। শুধু এ ক্ষেত্রে কম্পিউটারটাও একটু বিশেষ ধরণের, তার সঙ্গে অন্য কারুর মগজকে দিব্যি কনেক্ট করা যায় এবং অন্যের অবচেতনের ফাইলটা সেই কম্পিউটার তার মগজে চালান করে দিতে পারে। যেমন এ ক্ষেত্রে মিতার অবচেতনের সিমুলেশনকে একটা ফাইলে পুরে আমার ল্যাবরেটরি সেই কম্পিউটারে ট্রান্সফার করেছি। তারপর নিজের মগজকে সেই কম্পিউটারের সঙ্গে জুড়ে আমার ব্রেনে ইম্পোর্ট করে নিয়ে মিতার অবচেতন, আমার মগজে সেই সাবকনশাসের ফাইল ইম্পোর্ট হওয়া মাত্রই আমি শারীরিক ভাবে ঘুমিয়ে পড়েছি আমার ল্যাবে। সে’টা জানা কথা। আর আমার মগজ অর্থাৎ এই আমি; আমি ঘুরে বেড়াচ্ছি মিতার অবচেতনে। 
বাপ রে। 
অবিশ্বাস করছেন বটুবাবু?
কিউরিওসিটি অবিশ্যি ষোল আনা। আচ্ছা বেশ, আর একটা কথা জানার ছিল। 
বলুন। 
মিতাদেবীর অবচেতনে আমি এলাম কোথা থেকে? 
মিতা আপনার খুব বড় ভক্ত। সেই রসগোল্লা রস চিপে খাইয়েদের সিরিয়াল মার্ডার মিস্ট্রি সল্ভ করার সময় থেকেই। কাগজে আপনার যে কোনও তবে খবরই ও খুঁটিয়ে পড়ে। বলতে পারেন, ফ্যান। সেই থেকেই এই আপনার উৎপত্তি। আর ইয়ে, ফ্যাক্ট মিতা মা কালীরও খুব বড় ভক্ত। ওর অবচেতনে অনেকটা জুড়ে দেখছি কালী মন্দির। রিয়েলি। আমারও অবাক লাগত, ব্রেন সায়ন্টিস্ট হয়ে মিতা কী করে এত...। ইন ফ্যাক্ট, ওর অবচেতনে আসার পর থেকেই আমার মধ্যে সামান্য কালীভক্তি জেগেছে বইকি। তাই রোজ একটু একটু ঢুঁ মেরে আসি। 
রোজ রোজ ঢুঁ মেরে আসেন মানে? আপনি তো আপনার ল্যাবরেটরিতে শুয়ে মিতাদেবীর সাবকনশাসে ঘুরে বেড়াচ্ছেন, স্বপ্নটা কদ্দিন ধরে চলছে?
এই স্বপ্নে দিনকালমাসবছরের দৈর্ঘ্যের সঙ্গে রিয়েল লাইফের কোনও যোগাযোগ নেই বটুবাবু। আমার সেই ল্যাবরেটরি ঘুমের বয়স হয়তো কয়েক সেকেন্ডও হয়নি বা হয়ত কেটে গেছে কয়েক সপ্তাহ। কিন্তু আমি এখানে বহু বছর ধরে ঘুরে চলেছি। আর বটুবাবু, সমস্যাটা সেখানেই...। 
কী’রকম? 
দেখুন কারুর সাবকনশাসে ঘুরে বেড়ানোটা একটা সাইক্লিক রিয়ালিটি। অর্থাৎ আপনি সে’খানে ঘুরেই চলবেন ঘুরেই চলবেন যতক্ষণ না সেই সাইকেলটা নষ্ট হচ্ছে। আমার এখানে আসার মূল লক্ষ্য ছিল অনিন্দ্যর প্রতি মিতা ঠিক কতটা অনুরক্ত সে’টা যাচাই করা। বিশ্বাস করুন বটুবাবু, আমি এখনও মিতাকে আগের মতই...। সে যাক গে। কিন্তু এসে আবিষ্কার করলাম অন্য একটা গোলমাল। সাইক্লিক রিয়ালিটি ভাঙছে বটুবাবু, আমার মগজ মিতার সাবকনশাস ছিঁড়ে বেরোতে পারছে না। 
সাইক্লিক রিয়ালিটিটা ভাঙবে কী ভাবে?
আমার থিওরি অনুযায়ী, নিজের সাবকনশাস ম্যাপে নিজের মগজে ইম্পোর্ট করলে যখন তখন বেরিয়ে পড়া যায়। কিন্তু অন্যের অবচেতন নিজের মনে গ্রহণ করলে কেস একটু জটিল।  যার অবচেতনের ম্যাপে আমি ঘুরছি, যতক্ষণ না তার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সে রিয়ালিটি  ভাঙার কোন চান্স নেই। মিস্টার বটু, বহুদিন কেটে গেছে এই বিটকেল রিয়েলিটিতে অথচ মিতার দেখা নেই। আমার দমবন্ধ হয়ে আসছে। প্লীজ! প্লীজ আমায় সাহায্য করুন। মিতাকে খুঁজে বের করতেই হবে, প্লীজ। একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। 
দাঁড়ান মশাই। ফ্লাস্কের চা শেষ। আর এক রাউন্ড চা বানিয়ে আসি।  

অনমিত্রবাবুকে ছাতে এনে ধাতস্থ করবেন ভেবেছিলেন। কিন্তু ছাতে এসে নিজেই বেশি খানিকটা অপ্রস্তুত বোধ করলেন বটুগোয়েন্দা। আকাশ জুড়ে যে সবজে আলোর মন মাতানো খেলা যে’টাকে বলে অরোরা বোরিয়ালিস। 
মিতা নরওয়ে গেছিল বটুবাবু। 
ওহ, আচ্ছা।          
আমি কিন্তু কোনও তুকতাক করছি না। 
আমি তুকতাকেবল নইও অনমিত্রবাবু। কিন্তু এ’টা ভাবে অবাক লাগছে যে এই যে আমি, আই অ্যাম অনলি আ ফিগমেন্ট অফ মিতাদেবীর কল্পনা। 
চারিদিকটাই তাই বটুবাবু। আপনি। আপনার শহরটা। শহরের মানুষজন সবটাই মিতার অবচেতন। মিতার ভয়, ভালোবাসা, স্নেহ, হাহাকার মিলে এই সবটুকু। একটা ব্যাপার বুঝেছি যে মিতা কলকাতাকে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতো। তাই ওর গোটা অবচেতন জুড়ে একটা আস্ত কলকাতা তৈরি হয়ে রয়েছে। অসুবিধে হল যে যে এ শহরে সবাই মিতার মনের টুকরো এক আমি বাদে। আমি এখানে রয়েছি নিজের স্বতন্ত্র মগজ নিয়ে এবং বেরোতে পারছি না। এ ব্যাপারটা শুধু আপনাকেই জানালাম। বাকিদের জানিয়ে লাভ হত না। মিতার অবচেতনেও একটা গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির কোনও এক প্রান্তে এই শহরে ওর ভাবনা চিন্তার মানুষজন। বাস ট্রাম ইকনমি। চিৎকার করে সক্কলকে বললে সমস্তটাই ভেস্তে যাওয়ার চান্স। অ্যাপোক্যালিপ্সের দায় নিতে হবে। ইন ফ্যাক্ট, আনরিয়েল ব্যাপারটা কাউকে ধরিয়ে না দিলে কেউ দেখতে পাবে না। যেমন আমি আপনাকে না ধরিয়ে দিলে আপনি অরোরা বোরিয়ালিসটা খেয়াল করতেন না। কফি হাউস ভরতি লোকজন যেমন ফ্রেমের রবীন্দ্রনাথের চলাফেরা টের পান না। 
বুঝলাম। একটা ভালো ব্যাপার কী জানেন অনমিত্রবাবু?
কী? 
রিয়েলিটি স্বপ্ন যাই বলুন, নতুন রাউন্ডে ফ্লাস্কের গলা পর্যন্ত চা রয়েছে। ঘণ্টাখানেক নিশ্চিন্ত। এ’বারে একটা কথা বলুন দেখি, মিতাদেবীর অবচেতনে ঢুকতে চাইছিলেন কেন? শুধুই কি তাঁর আপনার প্রতি ভালোবাসা যাচাই করতে? 
সে’টা একটা কারণ। তবে মূল কারণ হচ্ছে; সেই ভদ্রলোকের খবর নিতে। 
তৃতীয় ব্যক্তি? ডিভোর্সের কারণ?
সম্ভবত। মিতা ইদানীং আমার কাছে হঠাৎ করে যেন কোনও কিছু গোপন করা আরম্ভ করেছিল। মাঝেমধ্যেই না বলে কয়ে কোথাও চলে যেত। রাতবিরেতে ফিরত। আমারই কয়েক বন্ধু ওকে বেশ কয়েকবার অন্যকারুর সঙ্গে বিভিন্ন কফিশপে দেখেছিল। সে’টা নিয়ে ওকে প্রশ্ন করতেই ও এমন অদ্ভুত ভাবে রিয়্যাক্ট করে যে সব গোলমাল হয়ে যায়। ডিভোর্সের চাপটাও ওর দিক থেকেই আসে। তাই ভাবছিলাম ওর অবচেতনে এসে যদি সেই অচেনা ব্যক্তির রহস্য উদ্ঘাটন করা যায়। 
লাভ হয়েছে কিছু? 
সাবকনশাস অতি জটিল ব্যাপার। বোকামিটা আমারই, কে কোন কম্পার্টমেন্টে পড়ে রয়েছে সে’টা আঁচ করা প্রায় অসম্ভব। কিন্তু মিতার সঙ্গে আমার দেখা হওয়াটা ভীষণ জরুরী বটুবাবু। 
আপনাদের বাড়ি টালিগঞ্জে বলেছিলেন। 
আদত জীবনে, হ্যাঁ। 
সে’খানে গিয়ে মিতাদেবীর দেখা পাননি? 
মিতার অবচেতনে আমাদের বাড়ির ও’খানে একটা কেরোসিনের ডিপো। বহু খুঁজেও আমাদের বাড়িটা খুঁজে পাইনি।  আমি এই মুহূর্তে কলেজ স্ট্রীট ঘেঁষা একটা মেসবাড়িতে রয়েছি। 
মিতার বাপের বাড়ি?
মিতার ছোটবেলাতেই ওর মারা যায়। বাপের অনেক বদগুণ ছিল শুনেছি। মিতার সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো ছিল না। মদে লিভার পচে মারা যান যখন তখন মিতা কলেজে। ওদের বাড়ি ল্যান্সডাউনের কাছে ছিল, অদ্ভুতভাবে সে’খানে গেলে এখন একটা ইউক্যালিপটাসের জঙ্গল দেখতে পাই। আর একটা মরা নদী। 
মিতার বন্ধুবান্ধব? 
দু’একজনের সঙ্গে দেখা হয়েছে। কেউই ওর খবর দিতে পারেনি ঠিকঠাক। সবারই এক কথা, বহুদিন মিতার কোনও খবর নেই। 
গোটা ব্যাপারটায় দু’টো সমস্যা রয়েই গেল অনমিত্রবাবু। 
কী কী? 
এক, মিতাদেবীর অবচেতনের দুনিয়ায় বটু গোয়েন্দার আদত দুনিয়ার নিয়ম কানুন কতটা কী খাটবে সে’টা আমি জানি না। আর দ্বিতীয়ত, এই অবচেতনের দুনিয়ায় বটু গোয়েন্দার বুদ্ধি কিন্তু মিতাদেবীর অবচেতনের বুদ্ধির স্পীডলিমিটে আটকে। অর্থাৎ আমি আপনাকে কতটা সাহায্য করতে পারব মিতাদেবীকে খুঁজে বের করতে, সে’টা নির্ভর করছে মিতাদেবীরই বুদ্ধির ওপর। 
বেশ। কিন্তু আমি আর ভাবতে পারছিলাম না বটুবাবু। বছরের পর বছর আমি এই গোলকধাঁধায় আটকে রয়েছে। আমায় বাঁচান। 

৪ 
ময়দানে এ মরশুমের প্রথম তুষারপাত। এই ব্যাপারটা অনমিত্রর সমস্ত মনখারাপের উপশম। এ দুনিয়ায় এসে ময়দানে অনেকটা সময় কাটালেও ভিক্টোরিয়ার দিকটায় যাওয়া হয়নি।
আজ হঠাৎ ইচ্ছে হল। মিতা কতটা যত্নে রেখেছে ভিক্টোরিয়ার স্মৃতিগুলো? সেই কবেকার কথা। শীতের দুপুরগুলো বড় মোলায়েম ছিল তখন, মিতার নীল সুতির শাড়িটা আজও স্পষ্ট মনে পড়ে। কত গল্প, কত ঘাসের ডগা চেবানো অপেক্ষা। মিতা গুনগুন করে যেত; বেশির ভাগ সময় পুরনো হিন্দী গানের সুর। সন্ধ্যে নেমে আসতো কপালে চুলের মত এলোমেলো ভাবে। 
জানে উয়ো ক্যায়সে লোগ থে যিনকে প্যার কো প্যার মিলা,
হমনে তো যব কলিয়া মাঙ্গি কাঁটো কা হার মিলা।
খুশিও কি মঞ্জিল ঢুঁঢি তো গম কি দর্দ মিলি, 
চাহত কে নগমে চাহি তো আঁহে সর্দ মিলি।

আকাশের লালে কালো মিশে যেতো, আঙুলে আঙুল। কিন্তু অত কাছে থেকেও অনমিত্র কোথাও যেন ছুঁতে পারতনা মিতাকে। কোনও কোণে পড়ে থাকা কোনও দুঃখ, কোনও সুর। শতচুমুতে যে কোণে আঁচড় কাটা যায় না।  
ঠিক সে’রকমই ঝুমঝুমি সুর আজ বাতাসে। বরফকুচি উড়ছে। মনের তেতো ভাবটা বেশ কয়েক দাগ কম। ওভারকোটের বোতামগুলো আঁটতে আঁটতে ভিক্টোরিয়ার দিকে হাঁটতে শুরু করলেন তিনি। হোঁচট খেলেন ভিক্টোরিয়ায় পৌঁছে, টিকিট কাউন্টারে বসে রয়েছেন মা কালী স্বয়ং। কাউন্টারের মুখ থেকে অনমিত্র ফিরে যেতেই মা জিভটা বের করলেন। 
    


৫ 
নমস্কার বটুবাবু। 
উঁ। হুঁ। 
অবাক হচ্ছেন?
আমি সহজে অবাক হই না বটুবাবু। 
আমারই মত। 
স্বাভাবিক। বটু গোয়েন্দারা সহজে অবাক হয় না।  
অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করতে বটুবাবু।
কী’রকম। 
প্রায় প্ল্যানচেট। 
প্ল্যানচেট? জ্যান্ত বটুকে ধরতে আপনার প্ল্যানচেট করতে হল? উম! এক মিনিট! এক মিনিট!
এক মিনিট?
আপনি কোথা থেকে আসছেন বলুন তো? এই মীন, এর আগে ঠিক কোথায় ছিলেন?
প্যারামাউন্টে গিয়ে খান দুয়েক ডাব শরবৎ খেয়ে এলাম। কেন বলুন তো?
ডাব শরবতের গন্ধ আমার নাক ঠিক ক্যাপচারই করেছে। প্যারামাউন্ট। নর্থ ক্যালক্যাটা। অথচ আপনার পায়ে সদ্য সৈকত চষা বালি। আর আপনি আসার পর থেকেই পারফিউম...সেই সুবাস...এলিজাবেথ আর্ডেন...এলিজাবেথ আর্ডেন...দ্বিতীয় বটু! মিতাদেবীর মনের মধ্যে আছেন আপনি...আপনি যোগাযোগ করেছেন আমার সঙ্গে...আমার সঙ্গে...। এ’টা তাহলে বেসিক্যালি...বেসিক্যালি...। 
টেলিপ্যাথেটিক। ঠিক ধরেছেন। আমি মিতাদেবীর অবচেতনের বটু। আপনার সঙ্গে, অর্থাৎ রিয়েল বটুর সঙ্গে যোগাযোগ করার দরকার আমার খুব হয়ে পড়েছিল বটুবাবু। 
চা খাবেন?
সেই তো ফ্লাস্কের। যাক গে, দিন। 
আসুন। এ’বার বলুন। আমায় যোগাযোগ করলেন কারণ অবচেতনে বটু হলেও আপনার বোধবুদ্ধি সমস্তই মিতাদেবীর বুদ্ধিতে সীমিত। কাজেই ফাঁপরে পড়েই আপনাকে টেলিপ্যাথেটিক যোগাযোগের রাস্তা খুঁজে নিতে হয়েছে আর যেহেতু আপনি মিতাদেবীর সাবকনশাসে বসে, সেহেতু আপনার কাছে গোটা ব্যাপারটা আদতে প্ল্যানচেটের মতই। অন্য জগতের কারুর সঙ্গে যোগাযোগ স্থাপন। বেশ। এ’বার বলুন। 
মিতাদেবীর সাবকনশাসে অনমিত্রবাবু...। 
আটকা পড়েছেন। জানি। মিতাদেবী ওঁদের ল্যাব থেকে অনমিত্রবাবুর কোমায় পড়ে থাকা দেহ উদ্ধার করেছেন। আমিই সঙ্গে গেছিলাম। কারণটাও মিতাদেবীর কাছে স্পষ্ট, কাজেই আমিও জেনেছি। 
বলেন কী! তাহলে তো মিটেই গেল। মিতাদেবীর অবচেতনে অনমিত্রবাবুর চেতনা ঢুকে পড়েছে। যতক্ষণ না সেই অবচেতনে অনমিত্রবাবুর চেতনা মিতাদেবীকে খুঁজে পাচ্ছেন ততক্ষণ অনমিত্রবাবুর মুক্তি নেই কোমা থেকে। 
কী মিটে গেল অবচেতনবটুবাবু?
আপনার মক্কেল ম্যাডামকে বলুন ঝপ করে নিজের অবচেতনে এসে অনমিত্রবাবুর সামনে দেখা দিতে। মিটে গেল। 
অবচেতনকে স্যুইচ টিপে ইন্সট্রাকশন দেওয়া যায় না বটুবাবু। রিল্যাক্স। ওইসব জারিজুরি এখানে খাটবে না। অন্য উপায় ভাবতে হবে। 
তাঁর আগে আমার একটা প্রশ্ন আছে। 
শুনি। 
মিতাদেবীর আচমকা গোয়েন্দার দরকার হল কেন?
সে কী! গোয়েন্দা কেন দরকার হল; সেই খবর মিতাদেবীর অবচেতনেই পৌঁছয়নি?
ওই যে, অবচেতনে তো আর সেন্ড বাটন টিপে কমিউনিকেশন পাঠানো যায় না। 
রাইট। রাইট। কিন্তু সে খবর আমি আপনাকে জানাতে যাব কেন? আপনি অবচেতনের বটু, আপনার মক্কেল অনমিত্রবাবু। আমার মক্কেল মিতাদেবী। 
জানাবেন। জানাতে আপনি বাধ্য।
বাধ্য? কেন?
কারণ আপনার মক্কেল মিতাদেবী আমার মক্কেল অনমিত্রবাবুকে সরিয়ে ফেলতে চাইছিলেন। আর মিতাদেবীর গোয়েন্দার দরকার আদৌ ছিল না। মিতাদেবীর দরকার ছিল আপনাকে। 
ননসেন্স। 
বটুগোয়েন্দা! পরাস্ত হয়েছেন। স্বীকার করুন। 
গেট আউট। চায়ের কাপ নামিয়ে রেখে পত্রপাঠ বিদেয় হোন দেখি। 
আমিই আপনার শেষ আশা মিস্টার বটুবাবু অফ রিয়েল লাইফ। মিতাদেবীর অবচেতনের বটু গোয়েন্দা, যে আজও আপোষ করতে শেখেনি, সেই আপনার শেষ সম্বল ঘুরে দাঁড়ানোর। কিন্তু মিতাদেবী যে আদত জীবনের মানুষটিকে আপোষের কুয়োয় ঠেলে ফেলেছেন, সে’টা দেখে ভালো লাগছে না বটু গোয়েন্দা। আবারও বলছি, আমিই আপনার শেষ আশা। আমায় সাহায্য করুন। নয়তো জেনে রাখুন বটু গোয়েন্দা; আপনার খেল খতম!

৬ 
মাঝরাতে আমায় ময়দানে ডাকার কী মানে বটুবাবু ? আর যে পরিমাণে বরফ পড়ে চলছে...। 
ফ্লাস্কে চা এনেছি অনমিত্রবাবু। খাবেন?
আপনি কি পাগল হলেন? চা খেতে ময়দানে নেমন্তন্ন! 
না খেলে খাবেন না। বসুন। 
বরফের স্তূপ চারিদিকে। বসব কোথায়? চলুন বাড়ি ফিরি। ওই ট্রামটা ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। 
জানেন অনমিত্রবাবু, আমার ঘর জুড়ে আজকাল একটা পারফিউমের গন্ধ থাকে। আর তার সঙ্গে মিশে থাকে ঘাসের গন্ধ। সে ঘাসের গন্ধে বিকেল, সুর, ময়দান মিলেমিশে থাকে। সে জন্যেই আপনাকে ময়দানে ডাকা। আসুন। এক কাপ। রিফিউজ করলে ঠকবেন। আজ আদা দিয়েছি। 
থ্যাঙ্কস। এ’বার বলুন তো ব্যাপারটা কী?
ব্যাপারটা সিরিয়াস অনমিত্রবাবু। এ’দিকে এসে আপনার আদত সময়ের জ্ঞান নেই। এ’দিকে আপনার চেতনা মিতাদেবীর অবচেতনে বন্দী আর ও’দিকে আপনার দেহ আজ মাস দেড়েক হলো কোমায়। গত এক মাস ধরে আপনি লাইফ সাপোর্টে রয়েছেন। আর কিছুদিন এ’ভাবে চললে আপনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। 
কী বলছেন বটুবাবু? 
ঠিকই বলছি। 
কিন্তুও আপনিও তো মিতার অবচেতনেই রয়েছেন। আদত জীবনে কী ঘটছে, সে খবর আপনি পেলেন কী করে?
প্ল্যানচেট। 
প্ল্যানচেট?
ও’সব ব্যাপারে মাথা ঘামিয়ে কাজ নেই অনমিত্রবাবু। মোদ্দা কথা হচ্ছে, মিতাদেবীর অবচেতনে আর বেশিক্ষণ আটকে থাকা মানে আপনার আদত জীবনটা নিকেশ হয়ে যাওয়া। 
কিন্তু মিতার সঙ্গে এখানে আমার দেখা না হওয়া পর্যন্ত আমি এই সাইক্লিক মেটাফিজিকাল রিয়ালিটি থেকে বেরোতে পারব না। সে জন্যেই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি বটুবাবু। আপনি কি মিতার কোনও খবরই পান নি?
খবর পেয়েছি কিনা সে’টা বলতে পারব না। তবে মিতাদেবীকে টেনে বের করে আনার একটা টোপ আবিষ্কার করেছি।       
টোপ?
টোপ! এই নিন!
রি...রিভলভার!
লোডেড!
ওহ মাই গড! আমি বিজ্ঞানী বটুবাবু। রিভলভারটিভলভার আমায় দিচ্ছেন কেন?
অ্যাটম বোমা কি কুলিমজুরেরা আবিষ্কার করেছিল অনমিত্রবাবু? নিন, ধরুন! 
ধরলাম, কিন্তু এ’বার কী!
এ’বার আমার দিকে তাক করুন। আনকোরা মানুষ। বুকে ঠেকিয়ে ফায়ার করবেন। কেমন? 
আপনি উন্মাদ হয়ে গেছেন। 
উন্মাদ এক বটু হয়েছেন বটে। তবে আমি না। দ্য বটু অফ রিয়েল লাইফ। আপোষ করতে শুরু করেছিলেন রিয়েল বটু গোয়েন্দা। যেই আপোষের নেশায় একটা অপরাধ দেখেও তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন সেই বটু। কিন্তু এ’বার ঘুরে দাঁড়ানোর সময়। 
আমি কিছুই বুঝতে পারছি না বটুবাবু। 
আমি টেলিপ্যাথি ব্যবহার করে মিতাদেবীর অবচেতন ডিঙিয়ে আদত বটুগোয়েন্দার ঘরে ঢুঁ মেরে এসেছিলাম। অবিকল এ অবচেতনের জগতে যে ঘর সেই ঘরের মতই। এমন কী ফ্লাস্কের চা’টাও বাদ যায়নি। অর্থাৎ আদত জীবনে বটুগোয়েন্দার বাড়ি নিয়মিত যাতায়াত শুরু করেছিলেন মিতাদেবী। 
মিতা গোয়েন্দা লাগিয়েছিল? কী কারণে?
আমিও কিছুক্ষণ তেমনই ভেবেছিলাম, তবে ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। মিতাদেবী বটুগোয়েন্দার প্রেমে পড়েছেন অনমিত্রবাবু। আর মিতাদেবীর মায়ায় এই প্রথম বটুগোয়েন্দারও পদস্খলন ঘটে গেছিল। উনিও প্রেমে সাড়া দিয়েছিলেন। আপনাদের সম্পর্কে চিড় ধরানো তৃতীয় ব্যক্তি আর কেউ নয় অনমিত্রবাবু, বটু গোয়েন্দা নিজে। 
এ’সব কী বলছেন আমি কিছুই...। 
মিতাদেবী চাইছিলেন আপনাকে সরিয়ে ফেলতে। এবং আপনি যখন আপনাদের ল্যাবে আপনাদেরই আবিষ্কার ব্যবহার করে ওঁর অবচেতনে প্রবেশ করতে চাইলেন, উনি সে সুযোগটা দিব্যি ব্যবহার করলেন। আপনার স্ত্রী তন্ত্র পথে বহুদূর এগিয়েছেন অনমিত্রবাবু, নিজের অবচেতনে নিজেকে আপনার থেকে লুকিয়ে রাখার ক্ষমতা তাঁর আছে। এবং মিতাদেবীর ঠাণ্ডা মাথার প্ল্যানে খুব শীগগির আপনি আদত জীবনে মারা যাবেন, মিতাদেবীর দেখা এখুনি না পেলে। মিতাদেবী নিজেকে লুকিয়ে রেখেছেন নিজেরই অবচেতনে। কী ভাবে, কী সাজে; সে’টা জানা সম্ভব নয়। তাই এই টোপ। তাঁর অন্তরের বটুকে খুন হতে দেখলেও কি তিনি এগিয়ে আসবেন না?
যদি না আসে?
তাহলে অন্তত ওঁর অন্তরের প্রেমটিকে খুন করে তবে আপনি মরবেন। 
মিতা আমায় হয়তো আর ভালোবাসে না। কিন্তু আমি ও’কে ভালোবাসি। ওর অন্তরের ভালোবাসাকে আমি খুন করতে চাইব বটুবাবু? 
ইম্প্র্যাক্টিকাল হবেন না অনমিত্রবাবু। ইউ মাস্ট শুট্‌ মি।ও কী! নিজের মাথা বন্দুক কেন অনমিত্রবাবু! কেন? না! না! শুনুন! 
মিতা ভালো থাকুক বটুবাবু। আর আপনার ফীজটা দিয়ে যেতে পারলাম না। সরি। 
**
বন্দুকের নলটা মুখে পুরে অনমিত্রবাবু আঙুলটা সবে ট্রিগারে রেখেছেন, তখনই একটা প্রবল ধাক্কায় ময়দানের বরফে লুটিয়ে পড়লেন ভদ্রলোক। রিভলভারটা দূরে ছিটকে পড়লো। অনমিত্র ঘুরে দেখলেন মা কালী, তাঁর দু’চোখ বেয়ে জল। 
“গুড ইভনিং, মিতাদেবী! নিজের অবচেতনে আপনি সর্বশক্তিময়ী। স্বাভাবিক। আমার আগেই আন্দাজ করা উচিৎ ছিল”! বটুবাবুর কথাগুলো অগ্রাহ্য করলেন না কালী, কিন্তু তাঁর চোখ একটানা রইলো অনমিত্রর উপর । 
“আই অ্যাম সরি”, অনমিত্রর পাশে এসে বসলেন মিতা, ওর চেহারার কালী কালী ভাবটা ততক্ষণে কেটে যেতে শুরু করেছে, “আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলেম। মনে হচ্ছে ওই ল্যাবরেটরিটা আমায় গিলে খাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি তোমায় হারিয়ে ফেলেছি। গোটাদিন শুধু নোটস, অবজার্ভেশন, ক্যালকুলেশন! আমি আর পারছিলাম না! আচমকা একদিন কফিহাউসে দেখা হয়েছিল বটুবাবুর সঙ্গে, ছুটে গিয়ে আলাপ করেছিলাম। সেই থেকেই কী’ভাবে যেন...। আমি চেয়েছিলাম যে তুমি যাতে আর কোমা থেকে না ফেরো...কিন্তু তুমি...তুমি যে এই ভাবে...তুমি যে হারিয়ে যাওনি...আমি বুঝতে পারিনি অনমিত্র। আমায় ক্ষমা করবে প্লীজ? প্লীজ অনমিত্র? একটা সুযোগ দেবে”?
দুম শব্দে সম্বিত ফিরল দু’জনের। ময়দানের বরফ রক্তে প্যাচপ্যাচ করে দিয়ে উপুড় হয়ে পড়েছে বটুগোয়েন্দার লাশ। 

হ্যালো! বটু?
বলো মিতা!
শোন! আজ সকালে অনমিত্রর জ্ঞান ফিরেছে। 
আই সী। 
আর...। 
আর?
আমাদের আর দেখা না হওয়াটাই সমীচীন হবে। আমার যে মাথায় কী গণ্ডগোল হয়েছিল। 
আই আন্ডারস্ট্যান্ড। 
আমরা ডিভোর্সের আপিলটা উইথড্র করব। বটু, আই অ্যাম সরি। কিন্তু আমার মনে শুধু...। 
অনমিত্র আছেন। থাকুন। ভালো থেকো মিতা। 
ফ্লাস্ক থেকে চা ঢালতে ঢালতে গুণগুনিয়ে উঠলেন বটু গোয়েন্দা;
জানে উয়ো ক্যায়সে লোগ থে যিনকে প্যার কো প্যার মিলা,
হমনে তো যব কলিয়া মাঙ্গি কাঁটো কা হার মিলা।
খুশিও কি মঞ্জিল ঢুঁঢি তো গম কি দর্দ মিলি, 
চাহত কে নগমে চাহি তো আঁহে সর্দ মিলি”।