- এই দ্যাখ...। - মামা...মামা গো..এ'টা?...মানে...মামা...! - দো'তলা। দেড়হাজার স্কোয়্যারফুট নীচে, দেড়হাজার স্কোয়্যার ফুট ওপরে। মার্বেল ফ্লোরিং। দু'টো মডিউলার কিচেন। টোটাল চারটে বাথরুম, একটায় আবার নীল রঙের বাথটাব। দু'টো চমৎকার ব্যালকনি..। - মামা...কিন্তু এ'টা তো...। - সাউথ ওপেন রে। আহা, বড় ব্যালকনিতে বসলে চানাচুরের স্বাদ ডবল হয়ে যায়, মাদুরে পশমের ছোঁয়া পাওয়া যায়..। - কিন্তু মামা, এ যে...। - জানি। এত সস্তায় এমন দাঁও মারতে পারব ভাবিনি। - তুমি কিনে নিয়েছ? - নয়ত কী? শ্যামনগরের জমিটা বেচে দিলাম....। - তোমার কি মাথা খারাপ হয়েছে মামা? - জিনিয়াসকে পাগল বলার বদ অভ্যাসটা সমাজ আর ত্যাগ করতে পারবে বলে মনে হয়না রে ভাগ্নে। - মামী জানে? - মামী কি এমন ব্যালকনি মূল্য বুঝবে রে? নাহ্। শ্যামনগরের জমিতে টমেটো চাষ করার বিটকেল স্বপ্ন নিয়েই সে মরল। ধেত্তেরি। - মামা গো...কিন্তু তাই বলে এই...। - তবে বগলাকে ক্রেডিট না দিলে পাপ হবে৷ রাতে তান্ত্রিক হলে কী হবে, দিনেদুপুরে ওর মত করিতকর্মা রিয়েলএস্টেট এজেন্ট মেলা ভার। খবরটা চোরাগোপ্তা সেই জোগাড় করে এনেছিল। ইনফ্যাক্ট,রাতারাতি শ্যামন
তন্ময় মুখার্জীর ব্লগ