মেনি জানে সে কাজ আড়াই মিনিটের। তবু লিঙ্কডইন এক্সেলেন্সের কথা মাথায় রেখে সে এক মস্ত পাওয়ারপয়েন্ট বানিয়ে প্রমাণ করলে যে এ কাজ অন্তত আড়াই দিনের।
বড়সাহেব নিজের "কেমন দিলাম" স্মিত হাসিটা মুখে ভাসিয়ে তুলে ঘোষণা করলেন যে "নিজেকে চ্যালেঞ্জ করতে না শিখলে রিয়েল প্রগ্রেস সম্ভবপর নয়। অতএব আড়াইদিনের কাজ আধবেলায় করে ফেলতেই হবে। ডু অর ডাই"।
অতএব মেনিশ্রেষ্ঠ আড়াই মিনিটের কাজ ঠেলেঠুলে সতেরো মিনিটে শেষ করে আধবেলা অফিসঘুম দিলে। তারপর মাছের ঝোল ভাতের ঢিপিতে টেনে নেওয়ার আগে কেল্লাফতে ইমেল পাঠিয়ে মিচকি হাসলে।
ও'দিকে বড়সাহেব মিচকিতর হাসি হেসে তস্যবড়সাহেবকে ফোন করে বললেন, "দেখলেন স্যর, কী ভাবে আড়াই মাসের কাজ আমি আধবেলায় করিয়ে নিলাম"?
No comments:
Post a Comment