বদখত মানুষেরা প্রাণখোলা আড্ডা না দিয়ে সবসময় জটিল-কুটিল প্ল্যান আঁটবে, এ ভাবনা ভারি ক্লাসিস্ট। তাঁদের আড্ডাতেও নিষ্পাপ গুল থাকবে, পিলে চমকানো হাসি থাকবে, "আরে এখনই উঠছিস কেন, আর একটু বস" থাকবে। মাঝেমধ্যে সে আড্ডা রাত পেরিয়ে ভোর পর্যন্ত গিয়ে "ফের কবে যে আবার দ্যাখা হবে...কে জানে" মার্কা দীর্ঘশ্বাসে মিশে যাবে।
বদখত মানুষের মাথার মধ্যে সর্বক্ষণ বিষাক্ত সব প্ল্যান কিলবিল করবে, এ ধারণাও ভারী অযৌক্তিক। মাঝেমধ্যেই তাঁদের মাথার মধ্যে "এ'দিকে এসো দ্যাখো ভাইটি, অরেঞ্জ আইসক্রিম এনেছি" মার্কা ডায়লগ অ্যালবাট্রসের মত ডানা মেলে উড়বে। দু'টো খারাপ কাজের মধ্যিখানে তাঁরা টুক করে ভেবে নেবেন "আগামীকাল ক্যাসুয়াল লীভ নিয়ে শুধু কমিক্স পড়বো"। খামখেয়াল-হীনতা তাঁর শেষ পরিচয় হতে পারে না।
কী জানো ভাইটি, বদখত ব্যানারটাই শেষ কথা নয়। সে ব্যানার ঝুলছে যে দেওয়ালের গায়ে সে দেওয়ালটার নাম মানুষ। হাজার বদখতামো দিয়েও এই বিটকেল মানুষেমি ব্যাপারটা মুছে দেওয়া সম্ভব নয়।
No comments:
Post a Comment