- দীপকদা, বড়সাহেব ডাকছেন। - আমায়? - নয়তো খামোখা আপনাকে বলতে যাবো কেন বলুন? - রেনবো ওয়েল্ডার্সের ফাইল নিয়ে কিছু কি? - ওঁর পেটে কী আছে তার হদিস আমার মত হরিদাস পালের কাছে থাকবে কী করে দীপুদা? আর্জেন্ট। তাড়াতাড়ি যাও। *** - দীপু! ক্যুইক! - কী হল রে? - মান্তুদা ডেকেছে। রেলেরমাঠে। ক্যুইক। - এই ভরদুপুরে! - রেলকলোনির ছেলেদের চ্যালেঞ্জ করেছে মান্তুদা। আজ পালটা ম্যাচ। - ও। তা আমায় ডেকেছে কেন? গত ম্যাচের পর তো বলল আমার মুখদর্শন করবে না আর। - আহ্। তুই অমন লোপ্পা ক্যাচ ফেললি বলে..। - মান্তুদা নিজে রানআউট মিস করেনি? - মাঠে গিয়ে ঝগড়া করিস ভাই। এখন চ'। - আমার টিউশনি আছে। ট্রিগোনোমেট্রি। বিভূতিবাবু এমনিতেই খাপ্পা, বাবার কাছে কমপ্লেন করেছেন। আমার হবে না। - সে কী রে। আজ বাদে কাল মহালয়া! আর এ'দিকে তুই টিউশানি দ্যাখাচ্ছিস? - কেটে পড়। মান্তুদাকে বলে দিস আমি আসতে পারব না..। - মান্তুদা তোকে ওয়ান ডাউন খেলাবে বলেছে। - ওয়ান ডাউন? - ওয়ান ডউন। - মান্তুদা বলেছে? - মায়ের দিব্বি। গা ছুঁয়ে বলতে বলেছে মান্তুদা। - কিন্তু, বিভূতিবাবু যদি চটে যান..এ'বারে মনে হচ্ছে অঙ্কতে ডোবাবো রে...কিছু
তন্ময় মুখার্জীর ব্লগ