গত কুড়ি বছর ধরে মেজো-পিসিদের বাড়িতে রামখিলান গোয়ালা দূধ দিয়ে চলেছে । যখনই পিসির বাড়ি যাই , রামখিলানের দূধ দিতে আসবার সময় বাড়ি থাকার চেষ্টা করি ; তার মূল কারণ হলো রামখিলান আর আর আমার মেজোপিসির ' র কথোপকথন। বিহার থেকে ৩৭ বছর আগে এসেও , এখনো রামখিলান বাংলা ভাষার মার-প্যাঁচ কব্জা করতে পারেনি । । আর তার সাথে আমার পিসি র হিন্দী মিলে যে আণবিক-ককটেল তৈরি হয় , তা অনাবিল । যাবতীয় গরমিল সত্ত্বেও মেজোপিসি নিজের হিন্দী এবং রামখিলান নিজের বাংলা ছেড়ে এক চুল নড়বেনা। ফলশ্রুতি ? ভাষাগত হিরোশিমা , দৈনিক