Skip to main content

Posts

Showing posts from January, 2011

আনন্দবাজারি বঙ্গ দশক

আর এক বছর হাওয়া । “ Morning shows the day” মার্কা একটা ফালতু হাইপোথেসিস ফলিয়ে যদি একটা বছরের মতি-গতি ট্রেস করতে হয় ? বাঙালির টেম্পারামেন্ট মাঁপতে হলে আনন্দবাজার পত্রিকার চেয়ে কোনও বেশি সলিড বেস আর নেই । গত ১০ বছরের আনন্দবাজারের প্রথম পাতা ইন্টারনেটে ঘেঁটে দেখলাম। প্রতিটি বছরের শুরুতে বাঙালির মজ্জায় কি কি (বা কারা কারা) ‘ ট্রেন্ড ’ করেছে সেটার আঁচ কিন্তু বেশ স্পষ্ট। ২০০১ , ১ জানুয়ারী