Skip to main content

Posts

Showing posts from July, 2011

সার-কথা

অতিথি লেখক: কেলো পরিচয়: কোলকাতা-বাসী ভয়ানক কান্ড । এই যে আমি বেঁচে অছি , শিয়ার গড ’ স গ্রেস যাকে বলে । ট্যাক্সি ’ টা মিনিমাম সত্তরে ছিল , হাফ-ইঞ্চির তফাতে হুশ করে বেরিয়ে গেল ।মাইনর এদিক ওদিক হলেই অক্কা , ভাবতেই কেঁপে উঠছি। ঘটনাটার মিনিট পনেরো পরেও , গা ’ এর সমস্ত লোম এককেবারে পারপেণ্ডীকুলার হয়ে আছে । বোকা পাঁঠা ভাববেননা আমাকে , রীতিমত জেব্রা ধরে পার হচ্ছিলুম । আফটার অল , জন্ম থেকে তো প্রায় কলকাতার রাস্তাতেই মানুষ । কলকাতা চিরদিনই একটু কেয়ারলেস , কিন্তু সিভিক-সেন্স ’ এর এত অধঃপতনটা কিন্তু হালফিল বেশি দেখছি । ছেলেবেলা কেটেছে উত্তর কলকাতার অলি-গলি চষে , সেসব জাগায় হাত-টানা রিক্সা ’ দের মুভমেন্ট যে ভারী প্রেডিক্টেবল ছিল তা নয় , তবে মোটর-চালিয়ে সায়েব বা ট্যাক্সিচালকরা ছিলেন অনেক বেশি সাবধানী

শফিকের সাইকেল

-'এই দ্যাখ ব্যাটা, ওই পুরনো সাইকেল আর চড়তে হবে না, বাইক চালাবে এবার তর আব্বু.." -'বেশ আব্বু, এবার তবে এই বাইকটা তোমার আর সাইকেলটা আমি চালাব, কেমন আব্বু ?" -'আর সাইকেল কেউ চালায় নাকি রে, তুই আর একটু বড় হয়ে যা, তারপর তোকে আমি এক্কেবারে বাইক চালানো শিখিয়ে দেব, তখন দেখবি বাইক চালাবার কি আনন্দ'