বম্বেতে শীত পড়ে না। একটা বেয়াড়া রকমের ঢ্যাঙা গাছের মগডালে বসে সেই বোম্বাইয়া শীত পা দোলায় আর নীচের দিকে তাকিয়ে কপালের ঘাম মুছতে থাকে মানুষদেরকে মুখ ভ্যাঙায়।
এই অসোয়েটারের দেশের বেয়াদপ শীতকে তাই মাঝেমধ্যে নামানোর চেষ্টা করতে হয়। আর সে শীতব্যাটার ঠ্যাংজোড়া ধরে ঝুলে পড়ার শ্রেষ্ঠ উপায় হলো গিয়ে কড়াইশুঁটির কচুরি। এ কচুরি মিনিমাম ছ'পেগ, আলুর দমের চাখনা দিয়ে খাওয়াটাই নিয়ম; অন্তত আদত মাতালরা শুনেছি তেমনটাই বলে থাকেন।
No comments:
Post a Comment