Skip to main content

Posts

Showing posts from June, 2010

আমি, আমার মন

পুরুষ অধ্যায় অফিস ফেরত ক্লান্ত শরীরটাকে ঘেঁসটে কোনো রকমে বাড়ি পর্যন্ত নিয়ে এসে কলিং বেল টিপলাম ; " টিং"! কোনো সাড়া শব্দ নেই ভিতর থেকে! ফের টিং! চুপ! টিং টিং! এবারও চুপ! ঘামে চুপসে গিয়ে এবার মেজাজ চড়তে সুরু করলো! স্বামী গোটা দিন অফিসে দলাই মলাই হয়ে থেবড়ে বাড়ি ফিরছে , আর বউ এই ভর সন্ধ্যে বেলায় পড়েপড়ে ঘুমুচ্ছে! রাবিশ ইনসেনসিটিভ সংসার!