- হুঁ?
- বেলুবিস্লিপুনিকাস্পেনিস।
- এই বড়িটার নাম?
- আমার দেওয়া। লাতিন, প্রাচীন ইজীপ্সিয়, আধ-পুরনো জার্মান আর
ইনকা মেশানো নাম।
- মানে?
- কাঁচকলা।
- কাঁচ...?
- কলা।
- এ বড়ি খেলে হবে কি ?
- কাঁচকলা।
- অর্থাৎ?
- কিস্যু না। তাই কাঁচকলা।
- স্বাদ?
- স্বাদহীন।
- তবে লোকে এটা খাবে কেন?
- দুনিয়ায় কত বড়ি- ঘুমের বড়ি, সায়ানাইডের বড়ি,গর্ভ নিরোধক
বড়ি, হজমি বড়ি। সব বড়িতেই কিছু না কিছু হয়। এই আমার আবিষ্কৃত বেলুবিস্লিপুনিকাস্পেনিসই
প্রথম বড়ি যা খেলে কিস্যুটি হয় না। ভালো মন্দ কিস্যু না। এক্কেবারে নিরেট কাঁচকলা।
উপকারও নেই, ক্ষতিও নেই। মধ্যম পথ। বুদ্ধ বেঁচে থাকলে নিজে এনডোর্স করতেন। উকিলবাবু,আপনাকে
হেল্প করতেই হবে।