Skip to main content

Posts

Showing posts from May, 2012

জামাই-ষষ্ঠী Alert

এই দু বছর আগে । পহেলা জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যে । মনে একটা সিরিয়াস ইয়ে চলছে । দু দিন ধরে খাওয়া ঈষত্‍ কমিয়ে রেখেছি ; খালি পেটে যথেষ্ট জল খেয়ে বাওয়েল মুভমেন্ট স্মুদ রাখার আপ্রাণ চেষ্টা করছি। এমন সময় পিসেমশাই পাকড়াও করলেন। পিসেমশাই:  “ ভুলে যেওনা , ইউ আর এ জামাই । ফাদার-ইন-ল ’ য়ের পেনশন ফান্ডের ওপর নিজের স্পাইন সিমেন্ট করতে যেওনা । জামাই ষষ্ঠী-ফষ্ঠীর মত ফিউডাল-সেক্সিষ্ট ব্যপারে আদেখলামো করতে যাওয়া সোজা ভাষায় আনএথিকাল । এই মাগ্গির বাজারে ফোর্সড উত্সব পালন উইথ চিংড়ি-ইলিশ-পাঁঠা-মণ্ডা-মেঠাই সামগ্রিক ভাবে গ্রস । প্লাস এই মে ’ র গরমে ওসব ক্যালরি-ফ্যালরির লেভেল-টেভেল মলটভ মেরে উড়িয়ে দেওয়াটা একটা আদ্যপান্ত ম্যালিশাস ব্যাপার ।   শশুর-বাড়ি ল্যান্ড করার আগে কমুনিকেট করে দেবে যে তোমার পেটে পার সাপার , একটির বেশি জাতের আমিষ রান্না সহ্য হয় না । প্লাস এক বেলার বেশি দু বেলা তুমি খেতে পারবে না কারণ তোমার অন্যত্র নিমন্ত্রণ আছে । নিমন্ত্রণ না থাকলে গুল মারবে । আনহিনডার্ড শশুর-জবাই চলতে পারে না । এছাড়া , শশুরবাড়ি পৌছবার আগে মিষ্টির হাড়িটি জবরদস্ত দেখে নিও , যাতে জামাই-ষষ্