Wednesday, December 31, 2025

তোমার পাহাড়

Uploading: 1098031 of 1098031 bytes uploaded.

- তোমার পাহাড় ভালো লাগে?
- হয়তো।
- না মানে, ভাবছিলাম আমাদের হানিমুনটা যদি পাহাড়ে কোথাও...। তা, ইয়ে। আপনার পাহাড় 'হয়তো' ভালো লাগে মানে?
- ম্যাগির প্যাকেট ছড়িয়ে থাকা পাহাড়, দিনে চারটে সাইট সিয়িংয়ের পাহাড় আমার সহ্য হয় না। আর সহ্য হয় না বড়লোকি রিসর্ট ঘেঁষা পাহাড়।
- ও। তা'হলে যা বুঝছি..।
- উড়িষ্যায়, রউরকেল্লা থেকে ঘণ্টাখানেক দূরে, সুন্দরগড় জেলায় একটা ছোট্ট আধমরা টাউন আছে। আশেপাশের পাহাড়ে লাইমস্টোন মাইনিং হয়। ধুলোমাখা পাহাড়, অল্প জঙ্গল। সেই ধুলোময়লা ছাড়িয়ে আর একটু ওপরের দিকে উঠলে একটা ছোট্ট পাহাড়ি কলোনি। এককালে মাইনিং কোম্পানিতে কর্মরত সাহেবরা সে'খানকার বাংলোগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকতেন। বর্তমানে সে'সবের বেশিরভাগই এখন পোড়োবাড়ি।৷ তবে দু'একজন অফিসার এখনও থাকেন সে'খানে। জায়গাটা বেশ সবুজ। একটা সুতোর মত নদীও আছে। আর আছে একটা গেস্টহাউস, সেই মাইনিং কোম্পানিরই। শুনেছি সঠিক লোককে ধরতে পারলে দু'তিন রাত্তিরের জন্য একটা মাথা গোঁজার আস্তানা জুটতে পারে সে'খানে। সেদ্ধভাত খেয়ে থাকা আর দিনরাত হন্টন। যাবেন সে'খানে?
- ইয়ে, সেফ হবে?
- আমার মত বদখত মেয়ের সঙ্গে ঘুরতে যাওয়াটাকে ঠিক সেফ বলা যায় না। আমার নানারকমের বদঅভ্যাস রয়েছে।
- না না। আসলে যা বলছো তা'তে আমার জায়গাটাকে তেমন টুরিস্ট ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে না। তুমি চাইলে আমরা অ্যাব্রডেও কোথাও..।
- ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল আর ম্যাগির প্যাকেট খোঁজাটা একটা নেশা, বুঝলেন। দেশে, বিদেশে, সম্পর্কে। ও'গুলো দৃষ্টিকটু, কিন্তু সেফটি মার্কার। ভিড়, তাই সেফ।
- আসলে ওই উড়িষ্যার জায়গাটা সম্বন্ধে আমি ঠিক নিশ্চিত হতে পারছি না। এই দ্যাখো, ইন্সটাগ্রাম সার্চ করেও কিছু পাচ্ছি না কিন্তু..।
- এই বিয়েটা সম্বন্ধেও আমার তাই মত কিন্তু।
- ম..মানে?
- ইন্সট্যাগ্রামে সার্চ করে আপনার প্রোফাইল দেখলাম সে'দিন। পাহাড়ে ঘুরছেন অথচ ছবিতে-ভিডিওতে শুধু ম্যাগি, হিন্দি গান, মেয়োনিজ দেওয়া মোমো, ডাম্ব শারাড, বনফায়্যার, কাবাব ইত্যাদি। সব আছে, শুধু পাহাড় নেই৷ কাজেই আপনাকে আর যাই হোক পাহাড় ফ্রেন্ডলি মনে হচ্ছে না বুঝলেন। আর এ দোষ তো মাদুলিটাদুলিতে কাটে না। কাজেই বিয়েটা যে হচ্ছেই সে'টা ভেবে নিশ্চিত হয়ে বসে থাকবেন না প্লীজ। কেমন?

No comments: