- জাহাঁপনা! - উঁ...। - জাহাঁপনা! - ধ্যার। আবার কী হল? শান্তিতে একটু দেশলাই কাঠি দিয়ে কান খোঁচাব তারও উপায় নেই। থেকে থেকে জ্যাঁহ্যাঁপঁন জ্যাঁহ্যাঁপঁন। কী চাই? - আসলে হয়েছে কী জাহাঁপনা...। - বুঝলে মন্ত্রী, তোমায় নিয়ে এই এক সমস্যা। ধানাইপানাই ছাড়া কোনও কথা বলতে পারবে না। ঢেঁকুরের কথা বলতে এসে আগে বলবে বাসি লুচির গল্প। ধেত্তেরি। আমি এখন ব্যস্ত। তুমি পরে এসো'খন। - জাহাঁপনা, ব্যাপারটা অত্যন্ত জরুরী। - বটে? - আজ্ঞে। - জরুরী? - রীতিমত। জাহাঁপনা। - আমার যে পা মালিশের তেল গরম হয়ে গেছে। আর যে সময় নেই হাতে। - কয়েকটা ব্যাপারে আপনার হুকুম বড় দরকারি...। - তোমার মাইনেটা এ'বার থেকে আমাকেই দিও। আমাকেই যখন সব সামাল দিতে হবে তখন...। - হুকুম দিন। আমিই তবে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলি...। - সিদ্ধান্ত? তুমি কি রাজা? - আজ্ঞে না। - তবে তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি কি চক্রান্ত করছ আমার বিরুদ্ধে? ব্যাটাচ্ছেলে! দুধ কলা মদ দিয়ে আমি কালসাপ পুষছি? - আমি ও'ভাবে বলতে চাইনি জাহাঁপনা। - পিঠে ছুরি ঢোকাবে তার আবার ও'ভাবে এ'ভাবে কী? - একটু শুনুন আমার
তন্ময় মুখার্জীর ব্লগ