- বায়োডেটাখানা তো মন্দ নয়। - থ্যাঙ্ক ইউ। - ফীডব্যাক নাম্বার ওয়ান। আপনার পশ্চারটা ঠিক নয়৷ ইয়ং ম্যান, ইউ আর স্লাউচিং। এ'রকম সিরিয়াস ইন্টারভিউয়ের সে'টা মোটেও বরদাস্ত করা যায়না। - ওই। সামান্য গা ম্যাজম্যাজ, তাই আর কী। যাকগে। বলুন। - এই চাকরীর জন্য আমরা একজন চটপটে ক্যান্ডিডেট খুঁজছি। সামান্য ম্যাজম্যাজে গা এলিয়ে দেওয়া শখের প্রাণ গড়ের মাঠ মার্কা মানুষ দিয়ে আমাদের চলবে না। - আপনার চোখ তো থার্মোমিটার নয়। ম্যাজম্যাজটাকে সামান্য বলে কোয়ালিফাই করাটা কি ঠিক হচ্ছে? - এঁড়ে তর্কের টেন্ডেন্সি। ফীডব্যাক নাম্বার ট্যু। - ও'টাকে আমি স্ট্রেন্থ বলেই জানি। বরাবর। - আপনি কোনওদিন বোর্ডরুমে প্রেজেন্টেশন দিয়েছেন?. - আপনি কোনওদিন কফি হাউসে আড্ডা দিয়েছেন? - এ'টা আমার প্রশ্নের উত্তর নয়। - কর্পোরেটে আপনারা আদত উত্তর এড়িয়ে চলার জন্য পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন ব্যাবহার করেন। ওই একই প্রয়োজনে আমি কবিতা লিখি। দু'একটা লেখায় সুরও দিয়েছি। শুনবেন নাকি? - তার চেয়ে বরং আপনার প্যাশনের ব্যাপারে শুনি৷ কী করতে ভালো লাগে আপনার? - আপনি কি সত্যিই আমার ভালোলাগাগুলো জানতে চাইছেন? না আমার অধ্যবসায় নিয়
তন্ময় মুখার্জীর ব্লগ