এ'দিকে পিতা , ও'দিকে কন্যা । পিতা ক্লাসিকাল ; নিয়ম-কানুন , মর্নিং ওয়াক , ক্যালকুলাস , সর্ষের-তেল স্নান , নিম-বেগুন , আর্নিকা , সতিনাথ ভাদুড়ী , ভীম সেন যোশী মেশানো প্রাচীন বাঁধুনি । কন্যা পোস্ট-মডার্ন । জিন্স , শুক্তো , হার্ড রক , সন্ধ্যা মুখার্জী , ডট কম , ফেমিনিজ্ম , ও শক্তি চাটুজ্যের সম্মিলিত লাবড়া ।বারান্দায় শরতের আদুরে রোদের মত ছলছলে। প্রাচীন অঙ্ক মেনেই ; যেই কন্যা জীবনমুখী ; অমনি পিতা রথের চাকা বসে যাওয়া সৈনিক। কন্যা প্রেমে হাবু-ডুবু , পিতা অক্সিজেনের নল-কাটা ডুবুরি। তবুও: পিতার হালুম , কন্যার আধো-ম্যাও । পিতা : প্রেম করছ ? কন্যা: ওই আর কী। পিতা: ল্যাঙ্গুয়েজ নিয়ে ডজ করবে না...। কন্যা: হ্যাঁ প্রেম। পিতা: শেম! কন্যা: বাবা! পিতা: বুচি! কন্যা: আই অবজেক্ট। পিতা: ওভাররুল ড। কন্যা: আগে শুনবে তো.... পিতা: কী শুনবো ? প্রেম-ট্রেম গুরুপাক ব্যাপার। আমি ভেটো করছি। যার ডিমাণ্ড কার্ভ আঁকতে গেলে এখনো হাত কাঁপে , সে করবে প্রেম ? পাগল না পার্লামেন্ট ? কন্যা: তুমি আনরিসনেবল হচ্ছো। পিতা: আন-রিসনেবল ? আমি আনরিসনেবল
তন্ময় মুখার্জীর ব্লগ