Wednesday, December 31, 2025

ব্যালকনির ব্যবসা



বম্বের ঘুপচি ফ্ল্যাটে বাস। এ শহরে সুন্দর দরদী ব্যালকনি দেখলে মন উদাস হয়ে যায়। এ'খানে মিনিট কুড়ির স্লট হিসেবে ব্যালকনি ভাড়া দেওয়ার সিস্টেম শুরু করলে আমার মত অজস্র খদ্দের জুটে যাবে বলে আমার বিশ্বাস। পরিষ্কার মেঝে, একটা মোড়া আর এক কাপ চা দিলেই হবে। সে বাহানায় আবার ব্যালকনিটকে রেস্টুরেন্ট বানিয়ে দিলে চলবে না, ঘরোয়া আমেজ থাকতে হবে আর সে'খানে আমি একা বসে থাকবো। এই ধরুন ইচ্ছে হলো, একটা কমলালেবু বা এক প্যাকেট বাদাম নিয়ে চলে যাব, খানিকক্ষণ বসে পকেটে খোসা বা খালি বাদামপ্যাকেট চালান করে নেমে আসবো। 


একা মানুষের মৌজ করে বিকেল-সন্ধ্যেয় ব্যালকনিতে বসে চা খাওয়ার ইচ্ছেটা কি শুধু স্কোয়্যার ফিটের নির্মম অঙ্কে নষ্ট হবে? উচিৎ নয়।

No comments: