Skip to main content

Posts

Showing posts from December, 2011

অতি প্রেম-পত্তর

ডিয়ার মাই বৌর্ণভীল সোনামণি , উফ্ফ , পার্কে থেকে তোমাকে ছেড়ে এলুম আধ ঘন্টাও হয়নি , এর মধ্যেই হাওয়ায় অক্সিজেন কমে আসছে , পেটের ভেতরটা কেমন শেওয়াগ-গোছের লাফালাফি হচ্ছে ; তোমায় ছাড়া আমার অবস্থা এক্কেবারে দেবু-জ্যাঠার নস্যি-মাখা রুমালের মত হাল হয় মাইরি । তোমার সঙ্গে থাকলে সময়টা এক্কেবারে দালের মেহেন্দির তুনক তুনক তুন ’ এর মত কেটে যায়। তোমার আব্দারের বালি ছড়ানো মেঝেতে হামাগুড়ি দিতে যে আমার কী ভালোই লাগে... এক্কেবারে ভিমনাগ ছড়ানো গলায় যখন বলো: “ বাসে ভীষণ ভীড় , ট্যাক্সি নাও না প্লিজ” “বসন্ত কেবিন না ডিয়ার , লেট্স গো টু সাম নাইসার প্লেস না সোনা , মেনল্যান্ড চায়না ?”

নব্য-বঙ্গ ব্যঙ্গ

গালাগাল , থুড়ি..তিরস্কার ক্রমশ বড় আলুনি হয়ে উঠছে । কদিন ধরেই দেখছি শাপ-শাপান্ত বা বাপ-বাপান্ত করে তেমন লে হালুয়া গোছের ফুর্তি হচ্ছে না । তবে বাঙালির ব্রেন থাকতে খিস্তি...ইয়ে মানে...ভর্ত্‍সনার জন্যে নব্য ভাষা বা যুক্তির অভাব হবে , এ কেমন কথা ? একটা জটিল যোগ-মন্ত্র মনে মনে আউড়ে নিয়ে , মনসংযোগ সুদৃঢ় করে এগিয়ে এলাম , আধুনিক এবং সদ্য-আবিষ্কৃত কিছু ভেলকিময় হুমকি লিপিবদ্ধ করতে । ১. অকর্মণ্য : “পার্লামেন্ট কোথাকার” (ডেমোক্রেসি ভিত্তিক)

দ্য গ্রেট ইটালিয়ান সেলুন

পুরুষ-প্রসাধনের মত সহজ ব্যাপার এ পৃথিবীতে বিরল

সীতাভোগ-মিহিদানা ও ছোটোমামা

“ মত্‍স মারিব খাইবো সুখে ; এহেন স্লোগান বদলে বাঙালি যখন মত্‍স ধরিব পুষিবো সুখে বলে ছলকে ওঠে , তখন ব্যাপারটা অতি সিরিয়াস পচা , নিজেকে কন্ট্রোল কর , তুই বখে যাচ্ছিস” আমার নতুন কেনা দু জোড়া মাছ সহ ফিশ-বাওল পর্যবেক্ষণ করতে করতে বললো ছোটমামা । একটা ফিস-বাওল ’ এর শখ বহুদিন ধরেই ছিলো । সেদিন হঠাত্‍ নিয়ে এসেছিলাম । দু জোড়া গৌরামি ( GOURAMI) মাছ-সহ । এক জোড়া হলুদ , অপর জোড়াটি সাদা । ঘটনাচক্রে সেদিন ছোটমামা বাড়িতে এসেছিল । ছোটমামা মাছ-প্রেমিক , তবে পুষ্যি মাছের নয় , যেসব মাছ উদরস্থ করা যায় তাদের । পাড়ার মাছ বাজারে ছোটমামা আনন্দবাজারি ভাষায় বীরেন্দ্র সহবাগ।