ডিয়ার মাই বৌর্ণভীল সোনামণি , উফ্ফ , পার্কে থেকে তোমাকে ছেড়ে এলুম আধ ঘন্টাও হয়নি , এর মধ্যেই হাওয়ায় অক্সিজেন কমে আসছে , পেটের ভেতরটা কেমন শেওয়াগ-গোছের লাফালাফি হচ্ছে ; তোমায় ছাড়া আমার অবস্থা এক্কেবারে দেবু-জ্যাঠার নস্যি-মাখা রুমালের মত হাল হয় মাইরি । তোমার সঙ্গে থাকলে সময়টা এক্কেবারে দালের মেহেন্দির তুনক তুনক তুন ’ এর মত কেটে যায়। তোমার আব্দারের বালি ছড়ানো মেঝেতে হামাগুড়ি দিতে যে আমার কী ভালোই লাগে... এক্কেবারে ভিমনাগ ছড়ানো গলায় যখন বলো: “ বাসে ভীষণ ভীড় , ট্যাক্সি নাও না প্লিজ” “বসন্ত কেবিন না ডিয়ার , লেট্স গো টু সাম নাইসার প্লেস না সোনা , মেনল্যান্ড চায়না ?”
তন্ময় মুখার্জীর ব্লগ