Thursday, December 4, 2025

ফুলুর প্রতি - ১

- একটা পোয়েটিক আইডিয়া চাই মেজদা।
- ফুলুকে মেসেজ করছিস?
- উঁহু। প্রেমে কেউ মেসেজ করে না, চিঠি লিখছি। মিডিয়ামটা হোয়্যাটস্যাপ ঠিকই, কিন্তু ডেপথের দিক থেকে এ'টা সুগভীর চিঠি।
- অ। তা বেশ। তা কী'রকম আইডিয়া চাই?
- একটা ডীপ সিচুয়েশন ভাব। আমি ফুলুকে বলতে চাইছি যে তোমার চোখে আগুনের প্রতিবিম্বও আইসক্রিম হয়ে ওঠে।
- সর্বনাশ। দাঁড়া দাঁড়া ছোট। একটু স্পীড কমিয়ে বল। ভেঙে ভেঙে বল।
- কেমিস্ট্রি অনার্স নিয়েই তোর সর্বনাশটা হলো। যাক গে, আমি কী বলতে চাইছি বুঝলি, ফুলুর চোখে এমন একটা নরম শীতল ব্যাপার আছে যে আগুনের শিখাও সে'খানে আইসক্রিম হয়ে রিফ্লেক্টেড হয়।
- হুম। মানে ধর ফুলু আগুনের দিকে তাকালো। কিন্তু ওর চোখের মণিতে আগুনের বদলে আইসক্রিমের ছবি ভেসে উঠলো।
- ঠিক। তবে ফিগারেটিভলি।
- ফুলুকে নিষ্প্রাণ বরফের তৈরি বলছিস?
- সে কী। আরে না না। আরে, আগুন ইজ ব্যাড। আইসক্রিম শুধু গুড নয়, ভেরি ভেরি গুড। সেই দিক দিয়ে ভাব।
- তবে আর আইসক্রিম কেন। মাংসভাতও রাখ।
- সে'টায় আবার সুইটনেসের অভাব। আর চোখের মণিতে মাংসভাত ব্যাপারটা ছড়িয়ে যাবে। আইসক্রিমের ইমোজি আর মাংসভাতের ইমোজি ব্যাপারটা কল্পনা করলেই প্রব্লেমটা ধরতে পারবি।
- কোন ফ্লেভার?
- ইয়ে, কী?
- আইসক্রিমটা কোন ফ্লেভারের?
- কবিতায় অত ডিটেল দেওয়ার দরকার আছে?
- হাইকু যখন নয়, তখন দু'চারটে বাড়তি ইনফর্মেশনে ক্ষতি দেখছি না।
- চিন্তায় ফেললি মেজদা। মিটারটা আবার ভোগে না যায়। ফুলুর প্রিয় আবার ওই বাটারস্কচ। ভ্যানিলা হলে 'মহীয়সী মহিলা' টেনে একটা লাভলি ছন্দ খেলানো যেতো।
- বাটারস্কচের সঙ্গে মনের খচখচ ব্যাপারটা কনসিডার করেছিস?
- কনসিডার আর স্কচবাটার অবশ্য ছন্দে মেলে।
- বেদম প্রহারও দিব্যি রাইম করে।
- ঠাট্টা করছিস রে মেজদা?
- ছোটো। ফুলু ড্যানড্যাবে চোখে ঘণ্টার পর ঘণ্টা তোর ভুলভাল গালগল্প শোনে। তোর চাটু পোড়ানো অমলেট খেয়ে মুগ্ধ হয়েছিল। হাইক্লাস স্টুডেন্ট হয়েও তোর গ্রামার ভুল ওর চোখে পড়ে না। অতএব তুই যদি এম্প্যায়ার সার্কাসের বিজ্ঞাপনও আবৃত্তি করিস, তা'তেও ও নাকেরজলে চোখেরজলে এক হবে। প্রেমে অন্ধ মানুষদের সে'টাই ধর্ম। কিন্তু আমি যেহেতু তোর প্রেমে অজ্ঞান নই, আমার সময়ের মূল্য আছে। পত্রপাঠ যদি বিদেয় না হয়েছিস, তোকে আমি ব্যাটপেটা করবো।
- এককালে তোর মধ্যে কবিতার একটা সম্ভাবনা ছিলো। নেহাৎ..।
- বেরোবি না বাবার পকেট মারার ব্যাপারটা রাষ্ট্র করবো?

No comments: