- ডক্টর চ্যাটার্জী, এমন জরুরী তলব! কী ব্যাপার বলুন দেখি। তাও এমন বিটকেল একটা চেম্বারে। ঢুকেই মনে হয় একটা কোয়্যারান্টাইন কামরা। তবে, বেশ একটা হলিউডি গা ছমছম আছে কিন্তু। - এ জায়গাটা ভিড়ভাট্টা থেকে বেশ খানিকটা দূরেই বটে। - এখানে নতুন চেম্বারটেম্বার ফেঁদে বসার তাল করছেন নাকি? ডুবতে হবে, এই বলে রাখলাম। লোকালয় থেকে এত দূরে লোকজন আসবে ভেবেছেন? - এ চেম্বারটা ঠিক নতুন নয় অনিলবাবু৷ ইনফ্যাক্ট আমার ট্রীটমেন্টের মূলপর্বটা এখানকার জন্যই তোলা থাকে। - মানে শহরের চেম্বারটা স্রেফ দেখনাই ডক্টর? এই পাণ্ডববর্জিত অঞ্চলের আস্তানাটাই মূল? - না না, তা কেন। ডায়াগনোসিসটা আপনার শহরে বসেই ভালোভাবে হয় বটে। আর এই নিরবিলি চেম্বারে হয় ট্রীটমেন্ট; আদত চিকিৎসা। - বেশ হেঁয়ালির মেজাজে রয়েছেন দেখছি। - সমস্ত খোলসা করতেই তো আপনাকে ডাকা। - তা আপনার ডায়াগনোসিস কী বলছে। আমার মূল সমস্যা কোথায় বলুন তো। - ডায়াগোনিস স্পষ্ট। যে সমস্যায় এ শহরের সমস্ত মানুষ জেরবার; আপনার সমস্যাও তাঁদের চেয়ে আলাদা কিছু নয়। সমস্যা একটাই; বেঁচে থাকা। আপনার সমস্যা আপনি বেঁচে আছেন। - এই শুরু হল, হেঁয়ালি থেকে ফিলোসফিতে। - হেঁয়ালি নয়। ফিলো
তন্ময় মুখার্জীর ব্লগ