Tuesday, January 5, 2016

কলকাতারা


- তুমি তো কলকাতার নও। তাই না?
- আসানসোল। স্কুল সেখানেই। গ্র‍্যাজুয়েশন অবশ্য প্রেসিডেন্সি থেকে। তারপর চাকরী সূত্রে এ শহরেই...। আপনি বোধ হয়...।
- আগাগোড়া মানিকতলা। কলকাতা ছাড়া আমার গতি নেই ভায়া।
- এ শহরের প্রতি একটা অন্য টান আমারও আছে জানেন।
- শোনো। পেল্লায় মাল্টি ন্যাশনালের চাকরী ছেড়েছি কলকাতা ছাড়ব না বলে। যত যাই বলো, আমরা যারা জন্ম থেকে এখানে রয়েছি, বড় হয়েছি, দুনিয়াটা চিনতে শিখেছি; আই মিন আদিবাড়ি যাদের  কলকাতাতেই; তাদের এ শহরের প্রতি টানটা একটু বেশিই নিবিড়, বেশ অন্যরকম। বলে বোঝানো মুশকিল।
- অন্যরকম তো বটেই।
- তাই না?
- বটেই তো। আপনার ছেলেবেলার চোখ দিয়ে চেনা দুর্গা।আর আমার যৌবনে চেনা অপর্ণা; দু'জনে এক হয় কী করে?

No comments: