Thursday, January 21, 2016

রেখেছ বাঙালি করে

১।
- আর ইউ আ বং?
- কে আমি? না।
- বাট ইউ জাস্ট রিপ্লাইড ইন বেঙ্গলি। 
- আর ইউ ইং?
- হোয়াটস দ্যাট?
- প্রিসাইসলি।


২।
- যে বাঙালি কলকাতার বিরিয়ানি অ্যাপ্রিশিয়েট করতে পারে না সে আবার বাঙালি কীসের?
- করেক্ট। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম...।
- আরে কারেন্ট কনটেক্সটে....। কলকাতার বিরিয়ানি না খেলে যে রুচি ডেভেলপ করে না ভাই।
- করেক্ট। যে দিকে দেশ চলেছে, ডালডা না চাখলে রুচি ফার্টিলাইজ করানো মুশকিল।
- ধুর। তোমার যত গ্যাঁজার কথা।
- গ্যাঁজার কথা? তোমার বাংলায় ডালডা মিশেছে দেখছি।
- চলি।
- বাঙালি আসি বললে কানে ভালো লাগে।

৩। 
- পাহাড় না সমুদ্র?
- সকালে সমুদ্র। বিকেলে পাহাড়।
- রাতে?
- বাড়ি।

No comments: