"আলু পুণ্য করলে মরে সেদ্ধ হয়। ঘি নুন শুকনো লঙ্কা দিয়ে চটকে মেখে ভাত পাতে রেখে দেওয়া হয়।
পাপী আলু মরে ম্যাশ্ড হয়। কাঁটা চামচ দিয়ে সাদা চিনেমাটির প্লেটে চাট্টি মটরের সাথে পরিবেশিত হয়"।
আমি যখন সাত। তখন ছোটমামা ছোটমামামিতে ছোটমামাইজ্ড।
আলুর স্বাদের রকমফের বোঝাতে এ কথা বলেননি।
পাপ পুণ্য কে ডিফারেনশিয়েট করতে শিখিয়েছিলেন।
**
- মাঝরাত কব আতা হ্যায়?
- যখন বড় কাঁটা ছোট কাঁটাকে উপর ল্যান্ড করতা হ্যায়।
- একশো মে তুমকো জিরো মিলা।
- এক্সেপ্ট দুপুর অফ কোর্স।
- ফির ভি। একশো মে জিরো। ডাহা জিরো।
- ফির আপ বতাইয়ে মামাশ্রী। মাঝরাত কব আতা হ্যায়?
- যব তাকের বিভূতিভূষণ আর ফ্রীজের জলভরা মিলেমিশে একাকার হোকে হৃদয় পিঘলা দেতা হ্যায়। তব।
Comments