Friday, January 15, 2016

রোবু

- দেবেন!
- আজ্ঞে।
- এই সেই?
- আজ্ঞে।
- সেই?
- সেই?
- অল স্কোয়্যার?
- অল। স্কোয়্যার।
- শিহরণ হচ্ছে একটা গায়ে।
- আজ্ঞে।
- দেবেন, এ সব পারবে?
- সব।
- সব?
- সব।
- সমস্ত?
- টপ টু বটম।
- টপ টু বটম?
- এলিফ্যান্ট টু আলপিন।
- থ্রিল। থ্রিল।
- আজ্ঞে।
- কবিতায়?
- সেরা।
- গল্প?
- সেরা।
- প্রবন্ধ?
- প্রোগ্রাম করা। সেরা।
- তবু। যন্ত্র তো।
- আশি বছরের গ্যারেন্টি।
- এইটি?
- আজ্ঞে।
- গানটা..।
- কথা, সুর সমস্ত।
- তুমি মহান দেবেন।
- আজ্ঞে।
- তুমিই শ্রেষ্ঠ।
- আজ্ঞে। শুধু একটা রিকুয়েস্ট।
- হুকুম কর। হুকম কর।
- রোবু নামটা কানে বাঁধছে। আলো নেই নামে।
- রোবট থেকে রোবু। বাঁধা কই?
- রোবট থেকে রোবুই কেন, রবি হোক?
- রবি?
- রবি।
- রবি।
-আজ্ঞে।
- মন্দ নয়।
- মন্দ কী? সোলারেই ফিউচার।
- হোক। রবিই হোক।
- আজ্ঞে।

No comments: