Friday, January 22, 2016

আজকাল

হোয়াট আ প্রেমিক থিঙ্কস টুডে
আ ডায়েরি ডাইজেস্টস টুমরো

হোয়াট আ ডায়েরি থিঙ্কস টুডে
আ চপ ভাজা কিল্‌স টুমরো

***

চপে প্রথম কামড় দিতেই ঠোঙার গায়ে চোখ গেল নিবারণের। বারোই অগস্টের ডায়েরির পাতা মুড়ে ঠোঙা। বার্ন্স অ্যান্ড রুফের ডায়েরি। পাঁচ বছর আগের।
লেখাটা চেনা। তেলে ল্যাপ্টানো লেখাটা ডজ্‌সন ফাউণ্টেন পেনের। হাতের লেখাটা কাঁচা। স্টাইলে টুকলি আছে, অনুভূতিতে নেই।

নীহারিকা চিঠিগুলোকে যত্নে রাখেনি তাহলে।

No comments:

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...