Monday, January 4, 2016

ঘুরতে যাওয়া

-   অমুদা।
-   হুঁ।
-   যাবে নাকি?
-   যাব? কোথায়?
-   জঙ্গু। সিক্কিমে।
-   কেন?
-   কেন মানে? পাহাড়ের বুকে ছোট্ট এক চিলতে গ্রাম। প্যান্ডিমের মায়াবী রূপ। ঝর্ণা। জিরো পলিউশন। ডিটক্সিং অফ সোউল।
-   কী হবে?
-   কী হবে মানে?
-   মানে ওই। পাহাড়, ঝর্ণা। তার চেয়ে বই পড়লে ডিটক্স আরও সহজে হবে। খাটনি কম।
-   ঘুরতে যাওয়া খাটনি?
-   নয়?
-   হাউ?
-   প্যাকিং কর রে। তারপর সেখানেই শেষ নয়। যেখানে যাব সেখানে গিয়ে ফের অ্যানপ্যাক কর রে। ইন ফ্যাক্ট সেখানেও শেষ নয়। ঘোরাঘুরি শেষ হলে ফের প্যাক করা। তারপরেও রয়েছে।
-   বাড়ি ফিরে আনপ্যাক করা। তাই তো?
-   এগজ্যাক্টলি।
-   ধুস। এ তোমার রাম-আলসেমি।
-   রাম কি অলস ছিল?
-   সেটা কি এখানে রেলেভ্যান্ট?
-   একটা কথা বললি। তার রেলেভ্যান্স ভাববি না?
-   রাম ইন মন্সট্রাস্‌ সেন্স।সাইজের কথা বলছি। রামগাধা। রামছাগল।রামগবেট। রামঠকানে। মেগা।
-   নেগেটিভ যা কিছু মেজর প্রপোরশনের সবার প্রিফিক্সেই রাম বসানো যায়। তাই বলছিস?ফর এগজ্যাম্পেল; ঘুরতে যাওয়া ইজ আ রাম-ওয়েস্ট অফ টাইম। দাঁড়াচ্ছে?
-   তুমি যাবে না?
-   ইনসেন্টিভ ডিফাইন করতে পারলি না। বললামই তো। মনকে তরতাজা রাখাটাই যদি চ্যালেঞ্জ হয় তাহলে বই পড়াই আমার জন্য যথেষ্ট।
-   সে তো ঘুরতে গিয়েও বই পড়তে পারবে।
-   তাহলে আর ঘুরতে গিয়ে কী লাভ?
-   বাহ! পাহাড় দেখবে। তার মূল্য নেই?
-   মূল্য? নতুন জিনিষ দেখার মূল্য নেই সেটা কী করে বলি। তবে গুগ্‌ল ইমেজেস্‌ আছে তো। সেখানে দেখে নিলেই ল্যাঠা চুকে যায়।
-   কিন্তু ওই টাচ ফিল অনুভূতি? সেই অপার্থিবকে ছুঁয়ে দেখার থ্রিল? সেটা কোথায় পাবে বাড়ি বসে?
-   গুগ্‌লের ছবিগুলোর হার্ডকপি প্রিন্ট নিলেই মিটে যায়। ছুঁয়েও দেখলি। প্যাকিঙের ঝামেলাও পোহাতে হল না। 

No comments: